Type Here to Get Search Results !

ফুলবাড়ীর পল্লীতে অসহায় পরিবারের বাড়ী ভাংচুর

আফজাল হোসেন, ফুলবাড়ী, প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার আলাদীপুর ইউনিয়নের সেনড়া গ্রামে পূর্বের সত্রুতার জের ধরে প্রতিবন্ধী মোঃ আতু’র বাড়ী ভাংচুর ও লুটপাট করে প্রতিপক্ষরা। ফুলবাড়ী উপজেলার আলাদীপুর ইউপির সেনড়া গ্রামের নীল মোহন এর পুত্র প্রতিবন্ধী মোঃ আতু (৬৪) গত ১১/১১/২০২৫ইং তারিখে ফুলবাড়ী থানায় দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা যায়, গত ১১/১১/২০২৫ইং তারিখে সকাল সাড়ে ১০টায় ফুলবাড়ী উপজেলার উত্তর সুজাপুর গ্রামের আবু বক্কর এর পুত্র মোঃ মমিন (৪০) ভাড়াটিয়া বাহিনী ও পিকআপ নিয়ে সেনড়া গ্রামে আতু এর বাড়ীতে ঢুকে ধারালো অস্ত্র সস্ত্র ঠেকিয়ে বাড়ী ভাংচুর করেন। বাড়ীতে থাকা ঘরের ভিতরের বাক্স বাহির করে তালা ভেঙ্গে প্রয়োজনীয় কাগজপত্র ও গচ্ছিত ১ লক্ষ ৫০ হাজার টাকা, একটি সোনার চেইন যাহার মূল্য প্রায় ৫০ হাজার টাকা, ৬টি বড় ছাগল (পাঁঠা) যাহার মূল্য প্রায় ৫ লক্ষ টাকা। সর্বমোট ১০ লক্ষ টাকার মালামাল নিয়ে যায়। প্রতিপক্ষ মোঃ মমিন তার বাহিনী দিয়ে দ্রুত ছাগলগুলি গাড়িতে তুলে নিয়ে পালিয়ে যায়। তার সাথে ্ধসঢ়;আমার দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এই ঘটনায় প্রতিবন্ধী মোঃ আতু ফুলবাড়ী থানায় ৫জনকে অভিযুক্ত করে একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের পরিপেক্ষিতে ফুলবাড়ী থানার পুলিশ অভিযোগটি আমলে নিয়ে বিভিন্ন এলাকায় অভিযান অব্যহত রেখেছে। ফতেপুর গ্রামের মোঃ সারোয়ার হোসন জানান, তারা পিকআপ এ করে এসে দেশীয় অস্ত্র ঠেকিয়ে তাদেরকে জিম্মি করে বাড়ী ভাংচুর ও লুটপাট করেন। ৯৯৯ এ ফোন করলে ফুলবাড়ী থানার পুলিশ ঘটনা স্থলে আসার আগে তারা পালিয়ে যায়। এ ব্যাপারে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ এ.কে.এম খন্দকার মহিববুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে। প্রতিবন্ধী মোঃ আতু বলেন, তারা দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে বাড়ীতে ঢুকে আমার বাড়ী ভাংচুর করেন এবং বাড়ীতে থাকা টাকা পয়সা, সোনা গহন ও ছাগল সহ বিভিন্ন জিনিস পত্র নিয়ে চলে যায়। আমি প্রশাসনের কাছে ন্যায় বিচার দাবী করছি।
বিভাগ

Top Post Ad

Hollywood Movies