Type Here to Get Search Results !

পার্বতীপুরে বিএনপির মনোনয়ন প্রত্যাশী নুরুল হুদা’র নির্বাচনী শোডাউন

অজয় সরকার,চিলাহাটি ওয়েব : পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুর-৫ আসনে (পার্বতীপুর-ফুলবাড়ি) বিএনপি'র মনোনয়ন প্রত্যাশী নূরুল হুদা গণসংযোগ ও নির্বাচনী শোডাউন করেছে। 
আজ বুধবার (৮ অক্টোবর) বিকেল ৪ টায় পার্বতীপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে দলটির নেতা-কর্মী, সমর্থকেরা মোটরসাইকেল শোভাযাত্রা ও শোডাউন শুরু করেন। এটি উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দিনাজপুর-৫ (পার্বতীপুর–-ফুলবাড়ী) আসনে বর্তমানে সবচেয়ে আলোচিত নাম হয়ে উঠেছেন বিএনপির সম্ভাব্য প্রার্থী নুরুল হুদা বাবু, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক তিনি। দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা, তৃণমূলের সঙ্গে নিবিড় সম্পর্ক এবং স্বচ্ছ ভাবমূর্তি তাকে স্থানীয় ভোটারদের কাছে আস্থার প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত করেছে। ছাত্রজীবন থেকেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে রাজনীতির অঙ্গনে প্রবেশ করেন নুরুল হুদা বাবু। 
ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে তিনি জাতীয়তাবাদী ছাত্রদলের সক্রিয় কর্মী হিসেবে রাজনীতিতে যুক্ত হন। দলীয় ত্যাগ, অধ্যাবসায় ও আদর্শিক অবস্থানের কারণে ক্রমান্বয়ে তিনি কেন্দ্রীয় নেতৃত্বের আস্থাভাজন হয়ে ওঠেন। বর্তমানে তিনি স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক হিসেবে মাঠপর্যায়ে সংগঠনকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন।
বিভাগ

Top Post Ad

Hollywood Movies