Type Here to Get Search Results !

ঠাকুরগাঁও-৩ আসনে বিএনপি-জামায়াত প্রার্থী চূড়ান্ত

শেখ সমশের আলী, পীরগঞ্জ, ঠাকুরগাঁও, প্রতিনিধি ॥ পীরগঞ্জ ও রাণীশংকৈল উপজেলা নিয়ে ঠাকুরগাঁও-৩ আসন। এ আসনে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী থাকলেও বিএনপি ও জামায়াতে ইসলামী তাদের প্রার্থী চূড়ান্ত করেছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে সাবেক এমপি, পীরগঞ্জ থানা বিএনপি সভাপতি আলহাজ জাহিদুর রহমান জাহিদ ও জামায়াতে ইসলামের রাণীশংকৈল উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান, জামায়াত নেতা মিজানুর রহমান মাস্টার কে দলীয় মনোনয়ন চূড়ান্ত করা হয়েছে। দল থেকে প্রার্থীরা গ্রীণ সিগন্যাল পাওয়ার পর ব্যাপক ভাবে নির্বাচনী প্রচার প্রচারণা করায় নির্বাচনী মাঠ জমে উঠেছে। বিএনপি’র প্রার্থী আলহাজ জাহিদুর রহমান জাহিদ দুই উপজেলায় অসংখ্য নেতাকর্মী ও ভোটারদের নিয়ে নির্বাচনী প্রচার প্রচারণা করছেন। জনগণ ও ভোটারদের কাছ থেকে তিনি বেশ সাড়া পাচ্ছেন। ২০২৪ সালের ৫ আগষ্ট আওয়ামীলীগ সরকারের পতনের পর জাহিদুর রহমান জাহিদ এ অঞ্চলে মানুষের নিরাপত্তা নিশ্চিত করা, আইন শৃঙ্খলার পরিস্থিতি ভালো রাখা ও গণমানুষের উপকার করে তিনি যে অবদান রেখেছেন ভোটের মাধ্যমে মানুষ এ ঋণ পরিশোধ করে তাকে নির্বাচিত করতে চায়। তিনি নির্বাচনী প্রচারণায় নামলে হ্যামিলনের বাঁশিওয়ালার মত আম জনতা ও ভোটাররা তাকে ঘিরে ধরেন। এ দুই উপজেলায় তার যথেষ্ট জনপ্রিয়তা রয়েছে। এ আসনটিতে তার বিজয় হওয়ার সম্ভাবনা অনুমান করতে পেরে সম্প্রতি বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সিনিয়র ভাইস চেয়ারম্যান দলের কর্ণধার প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যোগ্য পুত্র তারেক রহমান তাকে এ আসনে বিএনপি’র প্রার্থী হিসেবে চূড়ান্ত করেছেন বলে দলীয় সূত্রে জানা গেছে। সেই লক্ষ্যে জাহিদুর রহমান জাহিদ দলবল নিয়ে ভোট যুদ্ধে মাঠে নেমেছেন। অপর দিকে জামায়াতে ইসলামের প্রার্থী মিজানুর রহমান মাষ্টার দলীয় নেতাকর্মী নিয়ে মাঠ পর্যায়ে গণহারে নির্বাচনী প্রচার প্রচারণা করছেন। এ আসনটি উদ্ধার করার জন্যে দলের নেতাকর্মীরা নতুন কৌশল নিয়ে মাঠ পর্যায়ে কাজ করছেন। নারীদের টিম গঠন করে নারী ভোটারদের কাছে বিশেষ কৌশলে প্রচার প্রচারণা চালাচ্ছেন। এছাড়া এ আসনে জাপার প্রার্থী সাবেক এমপি হাফিজ উদ্দীন আহম্মেদ, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) গোলাম মর্তুজা, সিপিবি, গণঅধিকার পরিষদ, ওয়ার্কার্স পর্টির প্রার্থীরাও মাঠ পর্যায়ে নির্বাচনীয় প্রচার প্রচারণা করছেন। এ আসনটিতে পীরগঞ্জ উপজেলায় ২ লক্ষ ৬ হাজার ৬৬১ ভোট ও রাণীশংকৈল উপজেলায় ১ লক্ষ ৮৩ হাজার ৩৯১ ভোট রয়েছে। নির্বাচনী প্রচার প্রচারণা উৎসব মুখর ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে বলে একাধিক ও বিশ্বসূত্রে জানা গেছে।
বিভাগ

Top Post Ad

Hollywood Movies