আমিনুল ইসলাম, কাহারোলে (দিনাজপুর) প্রতিনিধ : কাঙ্খিত শিক্ষার জন্য শিক্ষক,স্বল্পতা পূরণ বৈশ্বিক উপরিহার্যতা, এই প্রতিপাদকে সামনে রেখে দিনাজপুরের কাহারোলে ৫ অক্টোবর ২০২৫ সকাল ১১ টার দিকে বাংলাদেশ শিক্ষক সমিতি কাহারোলের আয়োজনে উপজেলা অডিটরিয়াম হলরুমে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে ২০২০ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত যে সকল শিক্ষক কর্মচারী অবসরে গেছেন, তাদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। রামচন্দ্রপুর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক মোঃ শাহনওয়াজ বাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকে শিক্ষকদের উদ্দেশ্যে উপদেশমূলক বক্তব্য রাখেন কাহারোল উপজেলা নির্বাহী অফিসার মিজ মোকলেদা খাতুন মিম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার মোঃ জিয়াউর ইসলাম, এছাড়া বক্তব্য রাখেন কাহারোল উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ জিন্নাত আলী, কাহারোল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আতিকুল ইসলাম, কাহারোল শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাহবুবুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ আশরাফ আলী, সান্দ্রাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবু সাঈদ, কাহারোল ফাজিল মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আবু বক্কর সিদ্দিক সহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক সহকারী শিক্ষক অবসরপ্রাপ্ত শিক্ষক কর্মচারী এ সময় উপস্থিত ছিলেন।