নজরুল ইসলাম, বোদা (পঞ্চগড়) প্রতিনিধি :বাড়ি ভাড়া, উৎসব ভাতা ও চিকিৎসা ভাতা সহ ৬ দফা দাবিতে পঞ্চগড়ে শিক্ষকদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের আয়োজনে জেলা জজ কোর্ট এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক দক্ষিণ করে চৌরঙ্গী মোড় এলাকায় এসে শেষ হয়।
এসময় সংগঠনটির নেতা মাওলানা মাজেদুর রহমান, জয়নাল আবেদীন প্রমুখ বক্তব্য রাখেন।
এসময় বক্তারা বলেন, সরকারি চাকুরীজীবিদের মতো বেসরকারি এমপিওভূক্ত চাকরীজীবিদের একই সিলেবাসে একই কাঠামোতে পড়ানো হয়। অথচ মাত্র ৫০০ টাকা বাড়ি ভাড়া বাড়ানো হলো। আমরা বিগত দিনে অনেক বৈষম্যের শিকার হয়েছি আর হতে চাইনা। অবিলম্বে ৫০ শতাংশ বাড়িভাড়া, ১০০ শতাংশ উৎসব ভাতা, ১৫০০ টাকা চিকিৎসা ভাতা, এবতেদায়ি মাদরাসা ও নন এমপিও মাদরাসা এমপিওভূক্ত করণ, শিক্ষকদের অবসর ভাতা কল্যাণ তহবিলের টাকা দ্রুত পরিশোধ করতে হবে। অন্যথায় বৃহৎ আন্দোলন গড়ে তোলা হবে।