Type Here to Get Search Results !

দিনাজপুর-৬ এ বাংলাদেশ খেলাফত মজলিসের গণসমাবেশ অনুষ্ঠিত

ইব্রাহীম মিঞা, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি :দিনাজপুর-৬ আসনের (বিরামপুর, নবাবগঞ্জ, হাকিমপুর ও ঘোড়াঘাট) বাংলাদেশ খেলাফত মজলিসের উদ্যোগে এক বিশাল গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার(১১ অক্টোবর) বিকেল ৪টায় বিরামপুর পাইলট স্কুল মাঠে। স্থানীয় নেতাকর্মীদের উপস্থিতিতে উজ্জীবিত হয়ে উঠেছিল পুরো মাঠ। এ সমাবেশে দলটির শীর্ষ নেতৃবৃন্দের উপস্থিতি জনসভাকে এক বিশেষ তাৎপর্যপূর্ণ রাজনৈতিক ঘটনায় পরিণত করে। সমাবেশের সভাপতিত্ব করেন দিনাজপুর-৬ আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী মুফতি নূরুল করিম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের আমীর ও শাইখুল হাদীস, আল্লামা মামুনুল হক। তিনি বলেন, বাংলাদেশে ইসলামী মূল্যবোধ ও ন্যায়ের সমাজ প্রতিষ্ঠা করতে হলে খেলাফত প্রতিষ্ঠার বিকল্প নেই। এই খেলাফত কেবল একটি রাজনৈতিক দর্শন নয়, এটি একটি ন্যায়ের শাসনব্যবস্থা।" তিনি আরো বলেন, "আমরা জনগণের কাছে ভোট চাই রিকশা মার্কায়, যেন জনসেবার সুযোগ পাই এবং আল্লাহভীতির সঙ্গে দেশ পরিচালনায় অংশ নিতে পারি। বক্তব্য শেষে তিনি আনুষ্ঠানিকভাবে প্রার্থী মুফতি নূরুল করিমের হাতে রিকশা মার্কার প্রতীক তুলে দেন এবং আগাম নির্বাচনে ওই প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। গণসমাবেশে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, হাফেজ মাওলানা রেজাউল করিম, কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও দিনাজপুর জেলা সভাপতি, মাওলানা জোবায়ের সাঈদ, সাধারণ সম্পাদক, দিনাজপুর জেলা, মাওলানা আমিরুল, সভাপতি, বিরামপুর পৌর শাখা, মাওলানা আমিরুল ইসলাম, মুহতামিম, কাছেমুল উলুম মাদ্রাসা, মাওলানা মোশাররফ হোসাইন, সিনিয়র সহ-সভাপতি, দিনাজপুর জেলা, হাফেজ মাওলানা রাসেল ইস, সভাপতি, দিনাজপুর সদর উপজেলা বক্তারা বলেন, দেশের মানুষ আজ ইসলামী নেতৃত্বের দিকে তাকিয়ে আছে। যারা দেশ ও জাতির স্বার্থে কাজ করবে, সৎ থাকবে, ইসলামি আদর্শকে জীবনের মূলনীতি বানাবে এমন নেতৃত্বই আজ জরুরি। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস বিরামপুর উপজেলা শাখার সভাপতি মাওলানা আব্দুর রউফ। এছাড়াও ব্যবস্থাপনায় ছিলেন মাওলানা মিনহাজুল ইসলাম, তারেক রহমান, মাওলানা মাহবুবুল আলম, হাফেজ মাওলানা আকরাম হোসেন, মাওলানা মাহবুবুল আলম খান, হাফেজ মাওলানা আব্দুল মাজেদ, মুফতি মাহমুদুল হাসান কাসেমী ও মুফতি রবিউল ইসলাম প্রমুখ। গণসমাবেশে উপজেলার বিভিন্ন এলাকা থেকে দলে দলে নেতাকর্মী ও সাধারণ জনগণ উপস্থিত হন। তারা রিকশা প্রতীক সংবলিত ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে নিয়ে মাঠে উপস্থিত হন। সমাবেশ শেষে এলাকায় মিছিল বের হয় এবং জনগণের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়।
বিভাগ

Top Post Ad

Hollywood Movies