Type Here to Get Search Results !

বিরামপুরে জামায়াতের প্রার্থী ঘোষণা

ইব্রাহীম মিঞা, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি :আসন্ন উপজেলা পরিষদ ও পৌরসভা নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী বিরামপুর উপজেলা শাখা তাদের প্রার্থীদের নাম ঘোষণা করেছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) উপজেলা রুকনদের উপস্থিতিতে আয়োজিত এক সভায় দিনাজপুর জেলা জামায়াতের সম্মানিত আমীর অধ্যক্ষ মোঃ আনিসুর রহমান আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের নাম ঘোষণা করেন। দলীয় শৃঙ্খলা ও ঐক্যের ভিত্তিতে ঘোষিত প্রার্থীরা হলেন, উপজেলা চেয়ারম্যান প্রার্থী: ড. মুহাদ্দিস মোঃ এনামুল হক, জেলা শাখার সম্মানিত সেক্রেটারি। উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী: মোঃ হাফিজুল ইসলাম বিএসসি, উপজেলা শাখার সম্মানিত আমীর। উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী: মোছাঃ গুলশান আরা নার্গিস, জেলা শাখার সম্মানিত নেত্রী। পৌরসভার মেয়র প্রার্থী: ইঞ্জিনিয়ার মোঃ শাহিনুর রহমান, পৌর শাখার সম্মানিত সেক্রেটারি। প্রার্থী ঘোষণার সময় জেলা আমীর অধ্যক্ষ আনিসুর রহমান বলেন, এই নির্বাচন আমাদের জন্য কেবল রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা নয়; এটি দায়িত্ব, আমানত ও জনসেবার প্রতীক। জনগণের বিশ্বাসকে সম্মান জানাতে, ন্যায়ের শাসন প্রতিষ্ঠা করতে এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আমরা মনোনীত প্রার্থীদের বিজয়ী করতে সর্বশক্তি নিয়োগ করব। সভায় বক্তারা বলেন, দলীয় শৃঙ্খলা মেনে ঐক্যবদ্ধভাবে কাজ করাই হবে সাফল্যের মূল চাবিকাঠি। প্রার্থীদের বিজয়ী করতে প্রতিটি নেতা-কর্মীকে আত্মনিবেদিত হয়ে মাঠে কাজ করার আহ্বান জানানো হয়। বক্তারা আরও বলেন, জামায়াতের রাজনীতি হলো নৈতিকতা, দায়িত্বশীলতা ও জনগণের কল্যাণভিত্তিক রাজনীতি। মনোনীত প্রার্থীরা বক্তব্যে বলেন, উপজেলা চেয়ারম্যান প্রার্থী ড. এনামুল হক প্রতিশ্রুতি দেন, “উপজেলা পরিষদকে স্বচ্ছতা, সুশাসন ও জনগণের প্রকৃত সেবার কেন্দ্রে রূপান্তরিত করব। ভাইস চেয়ারম্যান প্রার্থী হাফিজুল ইসলাম বলেন, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও যুব উন্নয়ন খাতে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা বাস্তবায়ন করব। মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী গুলশান আরা নার্গিস বলেন, “নারীর ক্ষমতায়ন, শিক্ষার প্রসার ও সামাজিক উন্নয়নকে অগ্রাধিকার দেব। পৌর মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার শাহিনুর রহমান বলেন, দুর্নীতিমুক্ত পৌরসভা গড়ে আধুনিক ও উন্নত নগরায়ণ নিশ্চিত করব। প্রার্থী ঘোষণার মাধ্যমে বিরামপুর উপজেলা ও পৌরসভা নির্বাচনে জামায়াত অংশগ্রহণের প্রস্তুতি সম্পন্ন করছে। দলীয় শৃঙ্খলা বজায় রেখে এবং জনগণের কল্যাণকে সামনে রেখে প্রার্থীরা নির্বাচনী কার্যক্রমে অংশগ্রহণ করবেন বলে মনে করছেন স্থানীয় পর্যবেক্ষকরা।
বিভাগ

Top Post Ad

Hollywood Movies