Type Here to Get Search Results !

পঞ্চগড়ে শিক্ষকদের মানববন্ধন

নজরুল ইসলাম, বোদা (পঞ্চগড়) প্রতিনিধি, চিলাহাটি ওয়েব : সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের এন্ট্রিপদ নবম গ্রেড ধরে চারস্তরীয় একাডেমিক পদসোপান বাস্তবায়নে এক দফা দাবিতে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে।
বুধবার (২০ আগস্ট) দুপুরে পঞ্চগড় জেলার সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সকল শিক্ষকদের ব্যানারে জেলা শহরের চৌরঙ্গী মোড় এলাকায় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে পঞ্চগড়-ঢাকা মহাসড়কের পাশে দাড়িয়ে ঘন্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা অংশগ্রহণ করেন। 
ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে তারা দাবি জানান, মাধ্যমিক পর্যায়ের শিক্ষকদের ন্যায্য মর্যাদা ও পদোন্নতির সুনির্দিষ্ট কাঠামো নিশ্চিত করতে হবে।
এতে বক্তব্য রাখেন, পঞ্চগড় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক আফজাল হোসেন, বিষ্ণু প্রসাদ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জুয়েল ইসলাম অপু, দেবীগঞ্জ অলদিনী বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রফিকুল ইসলাম প্রমূখ।
বক্তারা বলেন, একই শিক্ষাগত যোগ্যতা ও প্রশিক্ষণ থাকা সত্ত্বেও আমরা এখনও দশম গ্রেডে এন্ট্রি পাই, যা অত্যন্ত বৈষম্যমূলক। দ্রুত সময়ের মধ্যে নবম গ্রেডে এন্ট্রি এবং প্রধান শিক্ষক পর্যন্ত চারস্তরীয় একাডেমিক পদসোপান বাস্তবায়ন না হলে আমরা আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো।
তারা আরো বলেন, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন নিশ্চিত করতে হলে শিক্ষকদের পেশাগত মর্যাদা ও পদোন্নতির সুযোগ সুনিশ্চিত করা প্রয়োজন। দীর্ঘদিনের এই যৌক্তিক দাবি বাস্তবায়নে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন তারা।
বিভাগ

Top Post Ad

Hollywood Movies