নজরুল ইসলাম,বোদা (পঞ্চগড়) প্রতিনিধি, চিলাহাটি ওয়েব : গ্রামীণ জনগণের দোরগোড়ায় সহজলভ্য ন্যায়বিচার নিশ্চিত করতে পঞ্চগড়ে সফলভাবে এগিয়ে চলেছে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্প। এ কার্যক্রমের অগ্রগতি ও করণীয় বিষয় নিয়ে বৃহস্পতিবার (২১ আগস্ট) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হলো জেলা পর্যায়ের গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও করণীয় শীর্ষক সভা
স্থানীয় সরকার বিভাগের বাস্তবায়নে এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে অনুষ্ঠিত এ সভায় সহায়তা প্রদান করে ইউরোপিয়ান ইউনিয়ন, জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) ও বাংলাদেশ সরকার।
মাঠপর্যায়ে প্রকল্পটি বাস্তবায়ন করছে ইএসডিও।
সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সাবেত আলী। সভাপতিত্ব করেন জেলার স্থানীয় সরকারের বিভাগের উপপরিচালক সীমা শারমিন। এছাড়া অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), উপজেলা নির্বাহী কর্মকর্তা, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, গ্রাম আদালত সহায়ক কর্মসূচির প্রতিনিধি ও জেলার সকল উপজেলা কোঅর্ডিনেটর উপস্থিত ছিলেন।
সভা সঞ্চালনা করেন জেলা গ্রাম আদালত কার্যক্রমের ম্যানেজার রুবি আক্তার।
বক্তারা বলেন, গ্রাম আদালতের মাধ্যমে সাধারণ মানুষ বাড়ির পাশেই দ্রুত ও স্বল্প খরচে ন্যায়বিচার পাচ্ছে। এর ফলে গ্রামীণ পর্যায়ে মামলার জট কমছে এবং জনগণের সময় ও অর্থ সাশ্রয় হচ্ছে। তারা আরও উল্লেখ করেন, গ্রাম আদালত গ্রামীণ সমাজে শান্তি প্রতিষ্ঠা ও সামাজিক সম্প্রীতি বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
সভায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা গ্রাম আদালতের কার্যক্রম আরও গতিশীল করতে অবকাঠামোগত উন্নয়নের দাবি জানান।
এ বিষয়ে জেলা স্থানীয় সরকারের উপপরিচালক সীমা শারমিন বলেন, “গ্রাম আদালত হলো সাধারণ মানুষের ন্যায়বিচার পাওয়ার সবচেয়ে কার্যকর প্ল্যাটফর্ম। আমরা এটিকে আরও শক্তিশালী ও জনবান্ধব করতে প্রতিশ্রুতিবদ্ধ। ইউনিয়ন পরিষদে গুদামঘরের বিষয়েও আমি ইতোমধ্যে সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে আলোচনা করেছি।”
সভায় উপস্থিত সবাই গ্রাম আদালতকে জনবান্ধব, সহজলভ্য ও কার্যকর বিচার ব্যবস্থার প্রতীক হিসেবে আরও শক্তিশালী করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।