ইব্রাহীম মিঞা, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি, চিলাহাটি ওয়েব : দিনাজপুরের বিরামপুরে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ বাংলাদেশী মদ তৈরির বড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়- ১৫ আগস্ট শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অধীনস্থ বিরামপুর বিশেষ ক্যাম্পের টহল দল দায়িত্বপূর্ণ এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে।
এ সময় উপজেলার পানাহাড় পাড়া গ্রামের শামছুলের চায়ের দোকানের পাশে মালিকবিহীন অবস্থায় পড়ে থাকা ৫৪ হাজার ৪০০ পিস বাংলাদেশী মদ তৈরির বড়ি উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৮ লাখ ১৬ হাজার টাকা।
ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল এ এম জাবের বিন জব্বার জানান, আটককৃত মালিকবিহীন মাদকদ্রব্য ব্যাটালিয়ন সদরের স্টোরে জমা রাখা হয়েছে এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।