Type Here to Get Search Results !

মতবিনিময় ও কুইজ প্রতিযোগিতা

ইব্রাহীম মিঞা, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি, চিলাহাটি ওয়েব : শিক্ষা, সংস্কৃতি ও আধুনিকতার সমন্বয়ে আদর্শ উপজেলা গড়ে তোলার লক্ষ্যে বিরামপুরে অনুষ্ঠিত হয়েছে “পিস আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ”-এর উদ্যোগে শিক্ষার্থীদের নিয়ে মতবিনিময় ও কুইজ প্রতিযোগিতা। শুক্রবার (১৫ আগস্ট) বিরামপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ আয়োজন অনুষ্ঠিত হয়। এতে কয়েকটি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ও পিস আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের চেয়ারম্যান ডা. মোঃ কবীর হোসাইন। প্রধান অতিথি ছিলেন মোহাম্মদ আলী হাসপাতালের জুনিয়র কনসালট্যান্ট ও কলেজের উপদেষ্টা ডা. আনোয়ার কবীর উজ্জ্বল। 
 আলোচনায় বক্তারা বলেন- “এলাকার খ্যাতনামা বিশেষজ্ঞ চিকিৎসক ও স্কলারদের প্রত্যক্ষ তত্ত্বাবধানে গড়ে ওঠা এই আধুনিক ও মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থীদের মেধা, নৈতিকতা ও দক্ষতা বিকাশে অনন্য ভূমিকা রাখবে।” সভাপতির বক্তব্যে ডা. কবীর হোসাইন বলেন, “শিক্ষা, স্বাস্থ্যসেবা ও কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করে বিরামপুর উপজেলাকে একটি উন্নত, প্রযুক্তিবান্ধব ও আধুনিক উপজেলায় রূপান্তরের লক্ষ্যে পিস আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ কাজ করে যাচ্ছে।” অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, অভিভাবক ও সুধীজনরা উপস্থিত ছিলেন। শেষে কুইজ প্রতিযোগিতায় বিজয়ী ১০ জন শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেন ডা. মোঃ কবীর হোসাইন।
বিভাগ

Top Post Ad

Hollywood Movies