ইব্রাহীম মিঞা, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি, চিলাহাটি ওয়েব : বিরামপুরে সার বিক্রিতে অতিরিক্ত দামের অভিযোগকে ভিত্তিহীন বলে লিখিতভাবে জানিয়েছেন কৃষকরা।
সম্প্রতি কিছু গণমাধ্যমে “সার সিন্ডিকেটের যাঁতাকলে পিষ্ট বিরামপুরের কৃষক” শিরোনামে প্রকাশিত খবরে যেসব কৃষকের বক্তব্য উদ্ধৃত হয়েছিল, তারা দাবি করেছেন—এ ধরনের অভিযোগ তারা দেননি, বরং শেখানো বক্তব্য ভিডিও করে প্রকাশ করা হয়েছে।
ভেলারপার গ্রামের কৃষক মোকছেদুর রহমান ও জামিরুল লিখিত বক্তব্যে জানান, তারা কোনো ডিলারের বিরুদ্ধে অতিরিক্ত দাম নেওয়ার অভিযোগ করেননি। তাদের কাছে সরকার নির্ধারিত দামে সার বিক্রি হয়েছে।
এছাড়াও স্থানীয় কৃষকদের কাছ থেকে জানা যায় বিরামপুরে সার বিক্রিতে কোনো সমস্যা হয়নি, বাজার থেকে সহজেই সার পাওয়া গেছে।
উপজেলার সার ডিলারদের সভাপতি নুর-ইসলাম বলেন, “আমরা সরকার নির্ধারিত দামে সার বিক্রি করি। কোথাও অনিয়ম হলে প্রশাসন ব্যবস্থা নেবে, তবে আমাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়নি।”
বিরামপুর উপজেলা কৃষি অফিসার কমল কৃষ্ণ রায় জানান, “টিএসপি সার বস্তা প্রতি ১৩৫০ টাকা এবং পটাস সার ১০০০ টাকা দরে বিক্রি হচ্ছে।
নিয়মিত মনিটরিং চলছে এবং কৃষকরা অভিযোগ করলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়। বর্তমানে বাজারে পর্যাপ্ত সার মজুত রয়েছে।”
উপজেলা কৃষি অফিসের তথ্য অনুযায়ী, বিরামপুর উপজেলায় ১০ জন বিসিআইসি ডিলার, ১৬ জন বিএডিসি ডিলার এবং ৩৬ জন সাব-ডিলার সার বিক্রি করছেন। ১৭ হাজার ৪৪৫ হেক্টর জমিতে আমন ধান রোপণ শেষ হলেও বরাদ্দ অনুযায়ী পর্যাপ্ত সার মজুত রয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা কমল কৃষ্ণ রায় বলেন, সরকারি নির্দিষ্ট দামে সার সরবরাহ না করার অভিযোগ ভিত্তিহীন। যদি কোনো কৃষক বেশি দাম নেওয়ার সম্মুখীন হন, কৃষি অফিসকে জানালে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।