এস.এম. রকি, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি, চিলাহাটি ওয়েব : দিনাজপুরের খানসামা উপজেলায় প্রায় ৬২ হাজার শিশুকে টাইফয়েড টিকা প্রদানের লক্ষ্যে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে সভা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুজ্জামান সরকার এবং সঞ্চালনা করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শফিকুল ইসলাম।
সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্বাস্থ্যকর্মী ও স্থানীয় সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
উপজেলা স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, উপজেলার ৬টি ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও এলাকায় ৯ মাস থেকে ১৫ বছর বয়সী মোট ৬১,৯৭২ জন শিশুকে আগামী ১ সেপ্টেম্বর থেকে টাইফয়েড টিকা দেওয়া হবে।