শেখ সমশের আলী, পীরগঞ্জ, ঠাকুরগাঁও, প্রতিনিধি ॥ বুধবার ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পৌর এলাকার পূর্ব চৌরাস্তায় বাংলাদেশ সেনাবাহিনী, থানা পুলিশ ও ট্রাফিক পুলিশ বিভাগের যৌথ অভিযান পরিচালিত হয়। ১৩ জন মোটরসাইকেল চালকের কাছ থেকে মোট ৬১ হাজার ৫শ টাকা জরিমানা করা হয়। অধিকাংশ চালকদের হেলমেট, ড্রাইভিং লাইসেন্স, গাড়ি রেজিষ্ট্রেশন সহ অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় উক্ত অর্থ জরিমানা করেন। ঠাকুরগাঁও ট্রাফিক পুলিশের সার্জেন্ট মেহেদি হাসান জানায়, জনগণকে সচেতন করা ও আইন মেনে মোটরসাইকেল চালানোর উদ্দেশ্যে অভিযান পরিচালনা করে ১৩ জনের কাছ থেকে মোট ৬১ হাজার ৫শ টাকা জরিমানা আদায় করা হয়েছে।