Type Here to Get Search Results !

উলিপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদান

খালেক পারভেজ লালু, উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রাম জেলার ২০২৪ সালে বন্যায় ক্ষতিগ্রস্ত উলিপুরএবং চিলমারি উপজেলার ৬টি ইউনিয়নের৩৬পরিবারের মাঝে বসতভিটা মেরামতের জন্য আর্থিক অনুদান করা হয়।দুই কিস্তিতে ১৮হাজার করে পাবে ( প্রথম ধাপে নয় হাজার টাকা এবং দ্বিতীয় ধাপে নয় হাজার টাকা) করে এবং ৩৬ জন নারী ব্যবসায়ীকে দশ হাজার টাকা করে বিকাশের মাধ্যমে বিতরণ করা হয়। আগামী এক সপ্তাহের মধ্যে ৫০ জন নারীকে বসতভিটা সবজি চাষের জন্য বীজ প্যাকেজ দেওয়া হবে।‌ জলবায়ুর সহিষ্ণু সামাজের জন্য নারী: এম্পাওয়ার-২ প্রকল্পের মাধ্যমে এই সহযোগিতা প্রদান করা হয়। ইউএনওম্যান এবং মানুষের জন্য ফাউন্ডেশন এর আর্থিক সহযোগিতায় নারী এসোসোসিয়েট ফর রিভাইভাল এন্ড ইনিশিয়েটিভ-নারী সংগঠন বাস্তবায়ন করছে।গত( ৩০ শে এপ্রিল) দুপুরে চিলমারী ডিগ্রী কলেজ মাঠে উক্ত বিতরণ কেন্দ্রে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিলমারী উপজেলা প্রকৌশলী মোঃ জুলফিকার আলী । আরো উপস্থিত ছিলেন নারী সংগঠনের সভাপতি মোছাম্মৎ ছবি বেওয়া, নির্বাহী পরিচালক ফরিদা ইয়াসমীন এবং অন্যান্য নারী সংগঠনের সিএসও নেত্রীগণ।
বিভাগ