ইব্রাহীম মিঞা, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি :দিনাজপুর গোবিন্দগঞ্জ মহাসড়কের বিরামপুর পৌরশহরের ঢাকা মোড় এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা তাঁদের প্রতিদিনের অভিযানের ন্যায় অস্ত্র উদ্ধার, মাদকদ্রব্য নিধন অভিযান, সন্ত্রাস চাঁদাবাজ রুধ সহ যানযট নিরসন, বেপরোয়া মোটর সাইকেল চালনা, অবৈধ চোরা চালান বন্ধ,যানবাহনে তল্লাশি কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এসময় বিরামপুর পৌরশহরের ব্যস্ততম ও যানজটযুক্ত এলাকা ঢাকা মোড়ে শৃঙ্খলা বিরাজমান ছিল।
শনিবার (১৯ এপ্রিল) আনুমানিক দুপুর ১২ ঘটিকায় বিরামপুর পৌরশহরের ব্যস্ততম ও যানজটযুক্ত এলাকা ঢাকা মোড়ে বাংলাদেশ সেনাবাহিনী দিনাজপুর মধ্যপারা আর্মি ক্যাম্পে সেভেন হর্স এর মেজর আরমান ইবনে ইদ্রিস এর নেতৃত্বে সেনাবাহিনী সদস্যরা তাঁদের অভিযান চালায়। অভিযানে বিভিন্ন ঢাকাগামী বাস, প্রাইভেট কার, মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনে তল্লাশি চালানো হয়। রাস্তার পাশে এলোমেলোভাবে দাঁড়িয়ে থাকা অটোরিকশা, ভ্যান ও যাত্রীবাহী বাসগুলোকে শৃঙ্খলাবদ্ধ ও নির্ধারিত স্থানে যাত্রী উত্তোলনে পরামর্শ দেন। হেলমেটবিহীন মোটরসাইকেল ও নিয়ন্ত্রণহীনভাবে গাড়ি না চালানোর জন্য অনুরোধ করেন।বর্তমানে এলাকায় আইন-শৃঙ্খলা নিরাপত্তা ব্যবস্থা অনেক ভালো।
দিনাজপুর মধ্যপাড়া আর্মি ক্যাম্পে ও সেভেন হর্স এর মেজর আরমান ইবনে ইদ্রিস জানান , যেকোনো বড় ধরনের নাশকতা মূলক ঘটনা ঘটার পূর্বে সেনাবাহিনী কর্তৃক তা প্রতিহত করা সম্ভব হয়েছে।দিনাজপুর মধ্যপারা আর্মি ক্যাম্পে এর উদ্দোগে সেনাবাহিনী প্রতিনিয়ত অস্ত্র উদ্ধার, মাদকদ্রব্য নিধন অভিযান, সন্ত্রাস চাঁদাবাজ রুধ সহ যানযট নিরসন, বেপরোয়া মোটর সাইকেল চালনা, অবৈধ চোরা চালান বন্ধ সহ যানবাহনে তল্লাশি কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তাছাড়া সাধারণ যাত্রীগণের যানজটমুক্ত ভ্রমনের জন্য নিরলস ভাবে বাংলাদেশ সেনাবাহিনী কাজ করে যাচ্ছে।সেনাবাহিনীর এই চলমান ধারা অব্যাহত থাকবে।