Type Here to Get Search Results !

সয়াবিনের মুল্য বৃদ্ধি সিদ্ধান্ত প্রত্যাহারে দাবীতে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা :সয়াবিন তেলের দাম বাড়ানোর প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাম গণতান্ত্রিক জোট। এ কর্মসূচি থেকে গ্যাস-বিদ্যুতের দাম বৃদ্ধির পায়তারা বন্ধেরও দাবি জানানো হয়। ১৯ এপ্রিল শনিবার দুপুর ১২টার দিকে শহরের ১ নম্বর রেলগেট থেকে মিছিল বের করে জোটের নেতাকর্মীরা। এসময় তারা বিভিন্ন স্লোগানে মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে রেলগেটে ফিরে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। বাম গণতান্ত্রিক জোটের জেলা সমন্বয়ক ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) জেলা সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুলের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বাসদ (মার্কসবাদী)'র জেলা আহবায়ক আহসানুল হাবীব সাঈদ, বিপ্লবী কমিউনিস্ট লীগের জেলা সম্পাদক রেবতী বর্মন, বাসদের জেলা সদস্য সচিব সুকুমার মোদক, সিপিবি'র জেলা সহকারি সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুরাদ জামান রব্বানী, বাসদ (মার্কসবাদী)'র জেলা নেতা অ্যাডভোকেট নিলুফার ইয়াসমিন শিল্পী, বাসদের জেলা নেতা আফরুজা বেগম, বিপ্লবী কমিউনিস্ট লীগের জেলা নেতা আব্দুল্লাহ অন্যান্যরা।। এ সমাবেশে বক্তারা বলেন, যেসময় সাধারণ মানুষের আয় কমেছে সেই সময় সয়াবিন তেলের দাম লিটারে ১৪ টাকা বৃদ্ধির সিদ্ধান্ত জনজীবনে চরম দুর্ভোগ সৃষ্টি করবে। সেইসঙ্গে শিল্পে গ্যাসের দাম বৃদ্ধিতে পণ্যমূল্য বাড়বে যা জনগণের ওপরই পড়বে। বর্তমান অন্তর্বর্তী সরকার বিদ্যুতের দাম বৃদ্ধির পায়তারা করছে। পেঁয়াজের দাম ইতিমধ্যেই বাড়তে শুরু করেছে। তারা নিত্যপণ্যের ওপর যখন তখন ভ্যাট আরোপেরও সমালোচনা করেন এবং অবিলম্বে সয়াবিনের বর্ধিত মূল্য প্রত্যাহার করার দাবি জানান।
বিভাগ