Showing posts with label ঠাকুরগাঁও. Show all posts
Showing posts with label ঠাকুরগাঁও. Show all posts

পীরগঞ্জে বিশ্ব মা দিবস উপলক্ষে আলোচনা সভা

চিলাহাটি ওয়েব ডটকম : Sunday, May 12, 2024 | 5/12/2024 06:35:00 PM

শেখ সমশের আলী, পীরগঞ্জ, ঠাকুরগাঁও, প্রতিনিধি : পীরগঞ্জ উপজেলা পরিষদ সভা কক্ষে রবিবার বিকেলে বিশ্ব মা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন এর আয়োজন করেন। মায়ের গুরুত্ব ও বিশ্ব মা দিবসের তাৎপর্য সম্পর্কে গুরুত্বপূর্ণ ও দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন আলোচনা সভার সভাপতি উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ রমিজ আলম।
অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা শিক্ষা অফিসার মোঃ হাবিবুল ইসলাম, পল্লী উন্নয়ন কর্মকর্তা রাকিবুল হাসান, তথ্য সেবা কর্মকর্তা মোছাঃ মুন্নি আক্তার, দৈনিক জনকন্ঠ পত্রিকার পীরগঞ্জ নিজস্ব সংবাদদাতা মোঃ মোশাররফ হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের মোঃ আশরাফ আলী, মোঃ মনজুর আলম, মোছাঃ ফেন্সি বেগম, সুবিধাভোগী ফরিদা পারভীন, উপকার ভোগী সুরাইয়া বেগম প্রমুখ। এছাড়া বিভিন্ন শ্রেণি পেশার মানুষ সভায় উপস্থিত ছিলেন।

পীরগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে সভা অনুষ্ঠিত

শেখ সমশের আলী, পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি : পীরগঞ্জ উপজেলা পরিষদ সভা কক্ষে জাতীয় পুষ্টি সপ্তাহ (২০২৪) উপলক্ষে রবিবার আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান এর আয়োজন করেন এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর বাস্তবায়ন করেন। মানবদেহে পুষ্টির প্রয়োজনীয়তা সম্পর্কে গুরুত্বপূর্ণ ও তথ্য বহুল আলোচনা করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রমিজ আলম।
অন্যান্যের মধ্যে গুরুত্বপূর্ণ ও দিক নির্দেশনা মূলক আলোচনায় অংশ নেয় পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ আব্দুল জব্বার, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আব্দুর রহমান (সোহান) প্রমুখ। ওই সময় উপজেলা পরিষদের বিভিন্ন কর্মকর্তা, পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান অফিস সহকারী মাইজুল হক, সেক্রেটারি ইন্সপেক্টর বকুল, জনপ্রতিনিধি, সুশীল সমাজ, এনজিও প্রতিনিধি সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

ঠাকুরগাঁওয়ে শিক্ষার্থীদের নিয়ে সচেতনতামূলক সভা

চিলাহাটি ওয়েব ডটকম : Friday, May 10, 2024 | 5/10/2024 11:49:00 PM

মাহমুদ আহসান হাবিব, ঠাকুরগাঁও : ঠাকুরগাঁওয়ে পুষ্টির চাহিদা মেটাতে জিংক সমৃদ্ধ চালের উপকারিতা বিষয়ে শিক্ষার্থীদের নিয়ে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 
ইকো সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)’র আয়োজনে, “রিয়েক্টস-ইন প্রজেক্ট” এর হারভেস্ট প্লাস এবং ওয়ার্ল্ড ভিশন (কানাডা)’র বাস্তবায়নে বৃহস্পতিবার সদর উপজেলার লক্ষীরহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে এ সভার আয়োজন করা হয়। অনুষ্ঠিত কর্মশালায় আরডিআরএস বড়গাঁও ইউনিয়ন ফেডারেশনের চেয়ারম্যান রেজাউল করিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শামসুন্নাহার, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইএসডিও’র ফোকাল পার্সন কৃষিবিদ আশরাফুল ইসলাম, সংশ্লিষ্ট প্রজেক্ট ম্যানেজার কামরুল ইসলাম প্রমুখ। কর্মশালায় অত্র বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকা, বিভিন্ন শ্রেণীর প্রায় শতাধিক শিক্ষার্থী ও প্রকল্পের সাথে জড়িত বিভিন্ন কর্মকর্তাগণ অংশ নেন। বক্তারা জিংক ধান কি, এর উপকারিতা, জিংকের অভাবজনিত লক্ষণ এবং জিংক চালের উপকারিতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।

ঠাকুরগাঁওয়ে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

চিলাহাটি ওয়েব ডটকম : Sunday, April 28, 2024 | 4/28/2024 11:47:00 PM

মাহমুদ আহসান হাবিব ঠাকুরগাঁও: “স্মার্ট লিগ্যাল এইড, স্মার্ট দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায়, নানান আয়োজনের মধ্য দিয়ে ঠাকুরগাঁওয়ে জাতীয় আইনগত সহায়তা দিবস দীন ব্যাপী পালন করা হয়েছে। 
ঠাকুরগাঁওয়ে জাতীয় আইন সহায়তা দিবস ২০২৪ দিন ব্যাপী উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে বেলুন উড়িয়ে আজ রবিবার সকালে জেলা জজ কোর্ট চত্বর থেকে একটি বণার্ঢ্য র‍্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে র‍্যালিটি শেষ হয়। র‍্যালি শেষে জেলা লিগ্যাল এইড এর চেয়ারম্যান সিনিয়র জেলা ও দায়রা জজ জনাব মোঃ সাইফুজ্জামান হিরো এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও জেলা প্রশাসক জনাব মোঃ মাহবুবুর রহমান, জেলা পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক, বিভিন্ন সরকারি কর্মকতার্/কর্মচারিগণ এবং জেলা আইনজীবীগণ সহ লিগ্যাল এইড থেকে উপকারভোগীরা উপস্থিত ছিলেন। দিবসটি উপলক্ষ্যে সারাদিন ব্যাপী জনসাধারণের জন্য লিগ্যাল এইড মেলা, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী, বিনামূল্যে চক্ষু পরীক্ষা, আইনি সুরক্ষা কর্মসূচীসহ সাতটি স্টলে সকলের জন্য উম্মুক্তভাবে এ সেবাগুলো প্রদান করা হয়।

পীরগঞ্জে মাদক সহ ২ জন গ্রেফতার

চিলাহাটি ওয়েব ডটকম : Wednesday, April 24, 2024 | 4/24/2024 02:22:00 PM

শেখ সমশের আলী, পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি : বুধবার সকালে ও মঙ্গলবার রাতে পুলিশ পীরগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মাদক সহ দুই কারবারিকে গ্রেফতার করেছে। ঠাকুরগাঁও মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক ফরহাদ আকন্দ ও সঙ্গীয় ফোর্স পীরগঞ্জ পশ্চিম চৌরাস্তায় ঢাকাগামী রাহবার কোচের যাত্রী বাদল (৩৫) কে ২২০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ বুধবার সকালে কোচ থেকে তাকে গ্রেফতার করেন। অপর দিকে পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ খায়রুল আনাম এর নির্দেশে এসআই আশরাফুল ইসলাম ও সঙ্গীয় ফোর্স মঙ্গলবার রাতে দস্তমপুর গ্রামের মাদক ব্যবসায়ী ওসমান গনি (২৬) কে ৪০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ গ্রেফতার করেন। মাদক বহনকারী ওসমান গনির মোটর সাইকেলটি পুলিশ জব্দ করেছে। এ ব্যাপারে বুধবার পীরগঞ্জ থানায় মাদক আইনে ২টি মামলা হয়েছে। গ্রেফতার কৃতদের ঠাকুরগাঁও আদালতে প্রেরণ করা হয়েছে বলে থানা সূত্রে জানা গেছে।

পীরগঞ্জে চেক ও ঢেউটিন বিতরণ অনুষ্ঠান

চিলাহাটি ওয়েব ডটকম : Thursday, April 4, 2024 | 4/04/2024 08:41:00 PM

শেখ সমশের আলী, পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি : পীরগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে দুস্থ্য ও অসহায় মানুষের মাঝে চেক ও ঢেউটিন বিতরণ করা হয়।
আজ বৃস্পতিবার সকালে জন প্রতি ৩ হাজার টাকা চেক ও (এক বান্ডিল) করে উন্নত মানের ঢেউটিন বিতরণ করা হয়।
বিতরণ কালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য হাফিজ উদ্দিন আহমদ, উপজেলা পরিষদ চেয়ারম্যান আখতারুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রমিজ আলম, পৌর মেয়ার বীর মুক্তিযোদ্ধা ইকরামুল হক, ডায়াবেটিশ হাসপাতাল প্রতিষ্ঠাতা অধ্যাপক ফয়জুল ইসলাম, জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সভাপতি দবিরুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) জাহাঙ্গীর আলম, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, সুশীল সমাজ, সংবাদ কর্মী, সুবিধা ভোগী সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
৩৮টি পরিবার চেক ও ঢেউটিন পেয়ে তারা খুব খুশি হয়েছেন।

বাউ মুরগি পালনে স্বপ্ন বুনছেন ঠাকুরগাঁওয়ের নারীরা

চিলাহাটি ওয়েব ডটকম : Monday, April 1, 2024 | 4/01/2024 11:31:00 PM

মাহমুদ আহসান হাবিব, ঠাকুরগাঁও প্রতিনিধি; শিল্পায়নে অনুন্নত ও কৃষিতে স্বনির্ভর দেশের উত্তরের জেলা ঠাকুরগাঁও। কৃষিপ্রধান হওয়ায় তাই এ জেলার মানুষের আয়ের মূল উৎস কৃষি ও গবাদি পশু পাখি পালন। আর অর্থকরী এ কাজে পুরুষের তুলনায় পিছিয়ে নেই এখানকার নারীরাও।
পুরুষদের সাথে সমান তালে কাজ করে অর্থনীতিতে স্বাবলম্বী হচ্ছেন তারা। কিছু ক্ষেত্রে পুরুষদের চেয়েও অর্থনীতিতে বেশি অবদান রাখছেন এ অঞ্চলের নারীরা। এবার বাউ জাতের মুরগি পালনে অর্থীকভাবে স্বাবলম্বি হয়ে অর্থনৈতিক মুক্তির স্বপ্ন বুনছেন ঠাকুরগাঁওয়ের নারীরা। আর তাদের এ কাজে সহযোগীতা করছে ইএসডিও নামের একটি বেসরকারী সাহায্য সংস্থা। সমন্বিত কৃষি ইউনিটের আওতায় ইএসডিও নিরাপদ মাংস উৎপাদনের লক্ষে ঠাকুরগাঁও সদর উপজেলার ২০ জন নারীকে প্রশিক্ষণের মাধ্যমে ১৫০ টি করে প্রায় ৩ হাজার নতুন এ জাতের মুরগির বাচ্চা এবং মুরগির ঘর বানানোর জন্য আর্থিক সহায়তা দেয়। জেলা প্রাণীসম্পদ অধিদপ্তরের সুত্রমতে, বাউ মুরগি হচ্ছে বাংলাদেশ কৃষি বিশ^বিদ্যালয় ময়মনসিংহ কর্তৃক উদ্ভাবিত মাংসের জন্য মুরগি,যার মাংসের স্বাদ দেশীয় মুরগির মত। বাউ মুরগি ৪৫ দিনেই প্রায় ১ কেজি হয়ে থাকে। এ মুরগি প্রতিপালন হয় খামারে এবং বৃদ্ধি ব্রয়লারের মত। এ মুরগির রোগ প্রতিরোধক ক্ষমতা সোনালী ও ব্রয়লারের চেয়ে বেশি তবে এর মৃত্যুহার নেই বললেই চলে। এ জাতের মুরগির খাদ্যে রুপান্তর দক্ষতার অনুপাত ২:১ অর্থাৎ বাউ মুরগি ২ কেজি খাদ্য খেয়ে ১ কেজি মাংস উৎপাদন করতে পারে। শাকিলা আক্তার নামের বাউ মুরগির খামারি জানান, আমি আগে বাসার কাজেই ব্যস্ত থাকতাম। স্বামীর যে আয় তাতে সংসার চালাতে বেশ বেগ পেতে হত। আমি ইএসডিও থেকে এ মুরগির বাচ্চা ও ঘর তৈরীর সহযোগীতা পেয়ে এগুলি পালন শুরু করি। আমার প্রতিটি মুরগিই প্রায় ১ কেচির বেশি হয়ে যাওয়ায় মোটামোটি বিক্রি শুরু করেছি। আমি প্রতিটি মুরগি ২৭০ থেকে ২৮০ টাকা কেজি দরে বিক্রি করছি। এতে আমার সংসারে একটি বাড়তি আয়ের উৎস তৈরী হয়েছে। আগামীতে আমি আরো বড় পরিসরে এ মুরগি পালনের প্রস্তুতি নিয়েছি। 
সেলিনা নামের অপর এক নারী খামারি জানান, আমার স্বামীও আমার এ কাজে যথেষ্ট সহযোগীতা করে। আর্থিকভাবে উন্নতি হচ্ছি বলেই স্বামি এ সহযোগীতা করছে। আমার মুরগি গুলি পাইকাররা এসে বাসা থেকে নিয়ে গেছে এবং এতে আমি বেশ লাভবান হয়েছি। এ মুরগির নষ্ট হবার বা মারা যাবার ভয় নেই। এছাড়াও আমাদের স্থানীয় বাজারে এর যে চাহিদা তৈরী হয়েছে তাই আবারো বড় আকারে এ মুরগির খামার করবো আমি। শাকিলা,সেলিনা বা স্বপ্নার এ উদ্যোগকে স্বাগত জানিয়ে এ মুরগি পালনে আগ্রহ প্রকাশ করেছে স্থানীয় নারীরা। তারা বলেন, আমরা নিজ চোখেই দেখলাম মাত্র দেড় মাসের মধ্যে এ মুরগির খামার করে কিভাবে সংসারে বাড়তি আয়ের ব্যবস্থা করা যায়। আমরাও ইএসডিও থেকে প্রশিক্ষণ নিয়ে এ মুরগি পালন করবো। 
এ বিষয়ে ঠাকুরগাঁও সদর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা হেমন্ত কুমার রায় জানান, বাউ জাতের মুরগিটা বাংলাদেশ কৃষি বিশ^বিদ্যালয় ময়মনসিংহ থেকে উদভাবিত একটি নতুন জাতের মুরগি । এ মুরগি দেখতে ও স্বাদে হুবহু দেশি মুরগির মতই, কিন্তু এর গ্রোথ বা বাড়ার হার বেশি এবং এর রোগ প্রতিরোধক ক্ষমতাও অনেক বেশি। আমাদের দেশে এ মুহুর্তে যে সোনালী মুরগি নামের যে মুরগিটির প্রচলন বেশি এর চেয়েও বাউ জাতের মুরগির রোগ প্রতিরোধক ক্ষমতা বেশি। আমরা বিভিন্ন সেমিনার বা সভায় এ মুরগি পালনের প্রচারনা চালিয়ে যাচ্ছি যাতে খামারিরা লাভবান হয়।