নজরুল ইসলাম, পঞ্চগড় ব্যুরো : আগামী ১২ ফেব্রুয়ারি এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন একই সাথে গণভোট অনুষ্ঠিত হবে ।
পরিবর্তনের চাবি আপনার হাতে শিরোনামে, গণভোট কি এবং কেন এই বিষয়টি ব্যাপক মানুষকে অবহিত করতে গতকাল ( ১৩ জানুয়ারি) রাতে পঞ্চগড়ের বোদা কেন্দ্রীয় শহিদ মিনার চত্বরে গনসচেতনতা বৃদ্ধিতে ডিজিটাল স্ক্রিনে গনভোট প্রচারনা ও অবহিতকরণ চিএ প্রর্দশনী অনুষ্ঠিত হয়।
গ্রামের সাধারণ মানুষের মাঝে গনভোটের বার্তা পৌঁছে দেওয়ার লক্ষে নির্বাচন কমিশনের উদ্যোগে ও জেলা প্রশাসনের সহযোগিতায় এই অবহিত করণ চিএ প্রর্দশনীর আয়োজন করা হয়।
প্রচারনায় জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার প্রর্বতন, নির্বাচন কমিশন ও সরকারি কর্ম কমিশন গঠনে সরকারি দল ও বিরোধী দল একত্রে কাজ করা। সরকারি দল ইচ্ছে মত সংবিধান পরিবর্তন করতে না পারা। সংবিধানের গুরুত্বপূর্ণ পরিবর্তনের ক্ষেত্রে গণভোটের বিধান চালু হওয়া।
বিরোধীদল থেকে ডেপুটি স্পিকার এবং কেউ সর্বোচ্চ ১০ বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে না পারা। সংসদীয় কমিটিতে সমূহে বিরোধী দল থেকে সভাপতি নির্বাচিত হওয়া। সংসদের নারী প্রতিনিধিত্ব পর্যায়ক্রমে বাড়ানো । ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার জন্য পার্লামেন্টে একটি উচ্চকক্ষ গঠন করা । দেশের বিচার ব্যবস্থা স্বাধীনভাবে কাজ করা। মৌলিক অধিকারের সংখ্যা বৃদ্ধি সহ ইন্টারনেট সেবা কখনো বন্ধ না করা। দণ্ডপ্রাপ্ত অপরাধীকে রাষ্ট্রপতি ইচ্ছেমতো ক্ষমা করতে না পারা ।
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে ভারসাম্য বজায় রাখা সহ রাষ্ট্র কাঠামোর ৩১ টি বিষয় পরিবর্তনের বিভিন্ন দিক তুলে ধরা হয়।। এসময় এলাকার বিপুল সংখ্যক মানুষ এই প্রচারনার মাধ্যমে গনভোট সম্পর্কে ধারনা লাভ করেন।
এসময় বোদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আশরাফুল ইসলাম বলেন, গনভোটের বিষয়ে প্রচারনা কার্যক্রম জোরদার করা আমাদের দায়িত্ব। তবে কোথায় ভোট দিবেন সেটা আপনাদের ইচ্ছা।