শাহজামাল শাওন, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের ফুলবাড়ীতে পৃথক দুটি বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্যসহ পাঁচ নারী মাদককারবারিকে গ্রেফতার করেছে ফুলবাড়ী থানা পুলিশ। অভিযানে প্রায় সাড়ে বারো কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (৬ জানুয়ারি) সকালে ফুলবাড়ী থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। প্রথম অভিযানে ফুলবাড়ী উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের রাবাইতারি গ্রামের পাখা রাস্তা কালভার্ট সংলগ্ন এলাকা থেকে দুই নারীকে ৫ কেজি গাঁজাসহ আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলেন দিনাজপুর জেলার হাকিমপুর থানার ঘাসরিয়া গ্রামের ওসমান আলীর স্ত্রী শামসুন্নাহার (৪০) এবং একই থানার মংলাপাড়া গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী নুরনাহার বেগম (৪০)।
অপর এক অভিযানে রাবাইতারি সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকা থেকে আরও তিন নারীকে সাড়ে সাত কেজি গাঁজাসহ আটক করা হয়। তারা হলেন ঘাসরিয়া গ্রামের রবিউল ইসলামের স্ত্রী সুমি আক্তার (৩০), মংলাপাড়া গ্রামের আব্দুল করিমের স্ত্রী পারুল বেগম (৫০) এবং ঘাসরিয়া গ্রামের মৃত মোয়াজ্জেমের স্ত্রী আনজুমা (৫০)।
এ বিষয়ে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মাহমুদ হাসান নাঈম জানান, গ্রেফতারকৃত মাদককারবারীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। বর্তমানে আটকরা ফুলবাড়ী থানা হেফাজতে রয়েছে।