মাজহারুল ইসলাম লিটন,ডিমলা(নীলফামারী)ঃ নীলফামারীর ডিমলা
উপজেলার প্রাকৃতিক জলাধারের ভূ-প্রাকৃতিক পরিবেশ বিনষ্ট করে
অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে রোববার সন্ধায় মোবাইল কোর্ট
পরিচালনা করা হয়েছে।
এসময় শোভানগঞ্জ বালাপাড়ায় অবৈধ বালু উত্তোলন করার দায়ে উপজেলার
পশ্চিম ছাতনাই ইউনিয়নের মধ্য ছাতনাই এলাকার আজগর আলীর পুত্র
জাহিদুল ইসলাম কে ৫০ হাজার টাকা ও নাউতারা ইউনিয়নের নটাবাড়ী
এলাকার রোস্তম আলীর পুত্র গোলাম রাব্বানীকে ১ লক্ষ টাকা জলমহাল ও
মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর আওতায় অর্থদন্ড প্রদান করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ইমরানুজ্জামান, সহকারী কমিশনার
(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রওশন কবির। এসময় ডিমলা থানা
পুলিশের একটি টিম ও গ্রাম পুলিশ সহযোগিতা করেন।
