আজম রেহমান, ঠাকুরগাঁও : ঠাকুরগাঁও জেলার ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন ঠাকুরগাঁও জার্নালিস্ট ক্লাব'র দ্বি-বার্ষিক পূর্নাঙ্গ কমিটি গঠিত হয়েছে। ১ মাস আগে গঠিত ৫ সদেস্যর অন্ত:বর্তি কমিটি স্থানীয় লা রোজা চাইনিজ রেষ্টুরেেন্টের হলরুমে আয়োজিত সাধারন সভার সম্মতিক্রমে ১৯ সদস্যের কার্যকরী কমিটি সহ ৩৩ সদেস্যর কমিটি ঘোষনা করেন। গত শনিবার ও রবিবার এই কমিটি গঠন করা হয়।
শনিবার ১ম পর্যায়ে মানবজমিনের ষ্টাফ রিপোর্টার মো: রেজাউল করিম কে সভাপতি ,কালবেলা'র জেলা প্রতিনিধি রবিউল এহসান রিপন কে সাধারন সম্পাদক এটিএন নিউজের জেলা প্রতিনিধি এমএ সামাদ কে সাংগাঠনিক সম্পাদক হিসেবে নাম ঘোষনার পর রবিবার ২য় পর্যায়ে অন্যান্য পদ ও সাধারন সদস্যের নাম সহ পরিপূর্ন কমিটি ঘোষনা করা হয়। কমিটি ঠাকুরগাঁওয়ের সিনিয়র সাংবাদিক মরহুম শাহিন ফেরদৌসের কবর জেয়ারতের মাধ্যমে নতুন কমিটির কার্যক্রম শুরু করেন। কমিটির অন্যান্য পদের মধ্যে সহ সভপতি মো: ইব্রাহিম আলী(বাংলার আলো), যুগ্ন সম্পাদক জহিরুল ইসলাম জহির(বাংলা এডিশন), সহ.সাংগাঠনিক সম্পাদক নূরনবী (দৈ.মাতৃজগৎ),অর্থ সম্পাদক জুয়েল ইসলাম (দৈ.আলোকিত পত্রিকা),দপ্তর সম্পাদক আল মামুন জীবন(আজকের পত্রিকা),সহ. দপ্তর সম্পাদক হাসিবুর রহমান স্বপন(দৈ. মুক্ত খবর), ক্রীড়া সম্পাদক আরিফ হোসেন (কালের কন্ঠ),প্রচার সম্পাদক মাহাবুব হোসেন(প্রতিদিনের সংবাদ-রানীশংকৈল),সাংস্কৃিতক সম্পাদক সাদ্দাম হোসেন(আজকের পত্রিকা),শিক্ষা বিষয়ক সম্পাদক মামুন অর রশীদ(দৈ, দেশ বাংলা), কার্যকরী সদস্য যথাক্রমে বিশাল রহমান(ফিনান্সিয়াল পোষ্ট), আজম রেহমান (দৈ দেশতথ্য, সংবাদ কনিকা ও দাবানল ), মোজাহারুল ইসলাম বাদল(দৈ.বাংলাদেশ সমাচার-রুহিয়া), মো: মোবারক আলী(আমারদেশ-রানীশংকৈল), আব্দুল কাদের জিলানী(দৈ.ঘোষনা),মো: ফজলুর রহমান(দৈ.সকালের সময়), সাধারন সদস্য যথাক্রমে মো: শরিফুল ইসলাম (বাংলা নিউজ২৪), কাজী আজিজুল হক(আজকের প্রত্যাশা-জেলা প্রতিনিধি-ঠাকুরগা) ,মো:ওয়াসীম আলী(দৈ.মুক্তখবর),মো:জহিরুল ইসলাম রনি(দৈ.ভোরের আওয়াজ), স্বপন কুমার দাস (জার্নাল আই),মো: নুরুজ্জামান(কালের প্রতিচ্ছবি),বিকাশ চন্দ্র রায়(প্রভাতী বাংলাদেশ), জামিল হাসান(দেশ বুলেটিন),কুদরত আলী(একুশের বানী),মিজানুর রহমান (বাংলার আলো) মো: বিপ্লব(করতোয়া-রানীশংকৈল), আবু সালেহ মুসা(মানবজমিন-হরিপুর), মো: মোশাররফ হোসেন(জনকন্ঠ-পীরগঞ্জ), রায়হান ইসলাম(দৈ.আলোচিত কন্ঠ) উল্লেখযোগ্য।
