Type Here to Get Search Results !

ফুলবাড়ীতে জাতীয় সমাজ সেবা দিবস পালিত

আফজাল হোসেন, ফুলবাড়ী প্রতিনিধি: ফুলবাড়ীতে জাতীয় সমাজসেবা দিসব পালনে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এবারের প্রতিপাদ্য বিষয় ছিল “প্রযুক্তি ও মমতায় কল্যাণ ও সমতায়, আস্থা আজ সমাজ সেবায়”। গতকাল শনিবার সকাল ১১টায় ফুলবাড়ী উপজেলা পরিষদ থেকে জাতীয় সমাজসেবা দিবস পালনে বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহর প্রদক্ষিন করে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়। র‌্যালি শেষে উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে এক আলোচনা সভা সমাজ সেবা কর্মকর্তা মোঃ সানোয়ার হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠি হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার সাইফ আব্দুল্লাহ মোস্তাফিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফুলবাড়ী উপজেলা জনস্বাস্থ্য ও প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা মোঃ সোহানুর রহমান, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ মাজহারুল ইসলাম। এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান গণ, শিক্ষার্থী সহ উপজেলা পরিষদের সকল কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন। এসময় ফুলবাড়ী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ আফজাল হোসেন সহ সকল সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। আয়োজনে ছিলেন, ফুলবাড়ী উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা অফিস, ফুলবাড়ী, দিনাজপুর।
বিভাগ

Top Post Ad

Hollywood Movies