Type Here to Get Search Results !

মাটি উত্তোলনে জরিমানা

খালেক পারভেজ লালু, উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের উলিপুর উপজেলায় অবৈধভাবে ফসলি জমি থেকে মাটি উত্তোলনের দায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিনজনকে মোট ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শনিবার (০৩ জানুয়ারি ২০২৬) উলিপুর উপজেলার তবকপুর ইউনিয়নের চাচিয়ার বাজার এলাকায় ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি উত্তোলনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে। অভিযানে এসএফসি ব্রিকস-এর ম্যানেজার চন্দন মজুমদারকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ৭ক(গ) ধারা লঙ্ঘনের দায়ে একই আইনের ১৫ ধারায় ১,০০,০০০ (এক লক্ষ) টাকা জরিমানা করা হয়।এছাড়াও কৃষি জমি থেকে মাটি উত্তোলন করায় তবকপুর ইউনিয়নের উমানন্দ এলাকার কাচারিপাড়া এলাকায় মো: লিটন মিয়া ও মো: রুবেল মিয়া নামের দুই ব্যক্তিকে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ এর ৫ম তফসিলের ১১ নম্বর ধারা লঙ্ঘনে উক্ত আইনের ৮৯ ধারায় ১০,০০০/- টাকা করে মোট ২০,০০০ টাকা জরিমানা করা হয়।
বিভাগ

Top Post Ad

Hollywood Movies