আকাশ রহমান, বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি : রংপুরের বদরগঞ্জে বিষাক্ত মধ্যপানে আলমগীর হোসেন(৪০), সোহেল রানা(৩০) ও জিন্দার আলী (৩০) নামের ৩ মাদক সেবীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় কুখ্যাত মাদক ব্যবসায়ী ও একাধিক মামলার আসামি জয়নুল আবেদিনকে গ্রেপ্তার করেছে বদরগঞ্জ থানার পুলিশ । সেই সাথে পুলিশ মাদক সেবীদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, বদরগঞ্জ উপজেলার শ্যামপুর অঞ্চলে দীর্ঘদিন যাবত মাদক ব্যবসায়ীরা নির্ভয়ে দেশি-বিদেশি মাদকের ব্যবসা চালিয়ে যাচ্ছে। রবিবার (১১জানুয়ারি) মধ্যরাতে স্থানীয় বসন্তপুর গ্রামের আমিরুল ইসলামের ছেলে আলমগীর হোসেন, পূর্ব শিবপুর গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে সোহেল রানা ও রংপুর সদর উপজেলার শ্যামপুর শাহপাড়া গ্রামের জেন্দার আলী সহ বেশ কয়েকজন মাদক সেবী প্রতিদিনের ন্যায় শ্যামপুর বসন্তপুর এলাকার মাদক ব্যবসায়ী জয়নুল আবেদিনের কাছ থেকে বিষাক্ত মদ ক্রয় করে সেবন করাকালে আলমগীর হোসেন, সোহেল রানা ও জেন্দার আলী ঘটনাস্থলেই মৃত্যুবরণ করে। এছাড়াও অন্যান্য মাদক সেবীরা অসুস্থ অবস্থায় আত্মগোপনে থেকে চিকিৎসা সেবা নিচ্ছেন বলে জানা যায়। এদিকে ঘটনাটি জানাজানি হলে গতকাল সোমবার বদরগঞ্জ থানা পুলিশ ও রংপুর জেলা সহকারী পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শনকালে কুখ্যাত মাদক ব্যবসায়ী ও একাধিক মামলার আসামী জায়নল আবেদিনকে বিষাক্ত মদ বিক্রির অপরাধে গ্রেফতার করে বদরগঞ্জ থানায় নিয়ে যায়। এই রিপোর্ট লেখা পর্যন্ত মাদক ব্যবসায়ী জয়নুল আবেদীনের বিরুদ্ধে বদরগঞ্জ থানায় মামলার প্রস্তুতি চলছে বলে বদরগঞ্জ থানার ওসি হাসান জাহিদ সরকার বিষয়টি নিশ্চিত করেন।