খালেক পারভেজ লালু, উলিপুর (কুড়িগ্রাম)প্রতিনিধি : কুড়িগ্রামের উলিপুরে " নারী ও কন্যার সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি"প্রতিপাদ্যঃ
বেগম রোকেয়া দিবস ও আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস পালিত । উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে দিবসটি পালিত হয়।
মঙ্গলবার ( ৯ডিসেম্বর)সকাল ১১টায় দিবসটি পালন উপলক্ষ্যে উপজেলা শহরে একটি র্যালী বের হয়ে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নিবার্হী অফিসার( ইউএনও) মাহামুদুল হাসানএর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোছাঃ নার্গিস ফাতিমা তোকদার,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের সিএস মোঃ বাবুল মিয়া,
জাতীয় মহিলা সংস্থা ভারপ্রাপ্ত কর্মকর্তা শংকর কুমার দেব শর্মা,সাংবাদিক আসলাম উদ্দিন,
সাংবাদিক চন্দন কুমার সরকার,সাংবাদিক মমিনুল ইসলাম।
সভা শেষে সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় ৩ জন জয়িতা নারীকে সম্মাননা স্বারক ও ক্রেষ্ট প্রদান করা হয়।০১ মোছাঃ মাসুরা বেগম,মোছাঃ আলেয়া বেগম, মোঃ মোশারফ হোসেন,সাদুয়া দামারহাট, ইউনিয়নঃ বজরা ডাকঃ হাজীরহাট,সফল জননী নারী।০২ মোছাঃ কহিনুর বেগম
মোঃ গোলাম হোসেন মোছাঃ শরিতন নেছা
কালপানি বজরা, ইউনিয়নঃ বজরা, ডাকঃ বজরাহাট, সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন যে নারী। , ০৩ মোছাঃ ইসনিকা আক্তার
মোঃ নুর ইসলাম মোছাঃ ছালেহা বেগম
সাদুয়া সরফদি, ইউনিয়নঃ দলদলিয়া, ডাকঃ দলদলিয়া বাজার,নির্যাতনের দুঃস্বপ্ন মুছে জীবন সংগ্রামে জয়ী নারী।
