Type Here to Get Search Results !

বোদায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত

নজরুল ইসলাম, বোদা (পঞ্চগড়) প্রতিনিধি : "নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই,ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত হই" প্রতিপাদ্য কে সামনে রেখে পঞ্চগড়ের বোদায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (০৯ ডিসেম্বর) বোদা উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে দিবস টি উপলক্ষে আলোচনাসভা ও অদম্য নারীদের সম্মাননা প্রদান করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রবিউল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: লুৎফুল কবীর, তথ্যসেবা কর্মকর্তা রুমানা জাহান, হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ড এর ডেপুটি ডিরেক্টর আঞ্জুমান বেগম, নারী উদ্যোক্তা মালেকা বেগম প্রমুখ। বক্তারা বলেন, বেগম রোকেয়া জমিদার ঘরে জন্মগ্রহণ করেও কষ্ট কে স্বীকার করে নিজে শিক্ষিত হয়েছেন এবং নারী সমাজকে পথ দেখিয়েছেন। ধারিবাহিকতায় বাংলাদেশের নারীরা এখন শিক্ষা দীক্ষা সহ চাকুরী ক্ষেত্রে অনেক এগিয়ে গেছে। কিন্তু ব্যাবসা বানিজ্য সহ চ্যালেঞ্জিং পেশায় নারী উদ্যোক্তা'র সংখ্যা তুলনামূলক কম। সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রবিউল ইসলাম বলেন, নারী উদ্যোক্তা তৈরী তে সরকার এগিয়ে এসেছে বিভিন্ন ধরনের স্কিম নিয়ে। নারীরা উদ্যোক্তা হোন প্রশাসনিক ভাবে সকল ধরনের সহযোগিতা করতে আমরা প্রস্তুত। পরে সফল জননী ক্যাটাগরিতে মোছা: জরিনা খাতুন কে ক্রেস্ট ও সম্মাননাপত্র তুলে দেয়া হয়। এসময় গণমাধ্যম কর্মী সহ শতাধিক নারী উপস্থিত ছিলেন।
বিভাগ

Top Post Ad

Hollywood Movies