Type Here to Get Search Results !

পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিময়

মাহমুদ আহসান হাবিব, ঠাকুরগাঁও : ঠাকুরগাঁওয়ে নবাগত পুলিশ সুপার মোঃ বেলাল হোসেন, পিপিএম জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন। রবিবার (৭ নভেম্বর) সকাল ১১.৩০ ঘটিকায় ঠাকুরগাঁও জেলার জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই সভায় জেলার সার্বিক আইন–শৃঙ্খলা পরিস্থিতি, মাদক নিয়ন্ত্রণ, সড়ক নিরাপত্তা, সাইবার অপরাধ দমনসহ উন্নয়নমূলক নানা বিষয়ে আলোচনা হয়। সভায় পুলিশ সুপার বেলাল হোসেন বলেন, ঠাকুরগাঁও জেলা সীমান্ত ঘেঁষা জেলা হওয়ায় মাদক ও চোরাচালানের ঝুঁকি তুলনামূলকভাবে বেশি। তিনি মাদকমুক্ত সমাজ গড়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে জানান, মাদক নির্মূল না হওয়া পর্যন্ত জেলা পুলিশের অভিযান চলবে। বিজিবি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, র‌্যাবসহ সংশ্লিষ্ট সব সংস্থার সঙ্গে সমন্বিত কর্মপরিকল্পনা গ্রহণ করে মাদকচক্রের মূল হোতাদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে। এসময় তিনি আরও বলেন, মিডিয়ার গুরুত্ব অপরিসীম। মানুষের বাকস্বাধীনতা একমাত্র মিডিয়ার মাধ্যমেই সম্ভব এবং যুবসমাজকে রক্ষায় শিক্ষা প্রতিষ্ঠানে সচেতনতা কার্যক্রম বাড়ানো, কমিউনিটি পুলিশিংকে শক্তিশালী করা এবং পরিবার –অভিভাবকদের সম্পৃক্ততার মাধ্যমে মাদক প্রতিরোধকে টেকসই করা হবে। সেই সাথে জেলার সকল স্থরের জনসাধারণের সর্বাত্মক সহযোগিতাও কামনা করেন তিনি। এছাড়া তিনি জানান, সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে আধুনিক ট্রাফিক ব্যবস্থাপনা, শহরের যানজট নিরসন, দুর্ঘটনাপ্রবণ এলাকা চিহ্নিত করে মনিটরিং ও রাত্রিকালীন টহল জোরদার করা হবে। নারী ও শিশু নির্যাতন, ইভটিজিং, সাইবার অপরাধ ও কিশোর গ্যাং নিয়ন্ত্রণেও বিশেষ টাস্কফোর্স মাঠে থাকবে। পুলিশ সুপার বলেন, থানাকে আরও সেবামুখী করতে দ্রæত অভিযোগ নিষ্পত্তি, হারানো বিষয়ে ডায়েরি ও অনলাইন জিডি বিষয়ে সহজীকরণ এবং জনবান্ধব পুলিশিং নিশ্চিত করা হবে। তিনি সাংবাদিকদের ‘সমাজের চালিকাশক্তি’ উল্লেখ করে আইন–শৃঙ্খলা উন্নয়ন ও সমস্যা চিহ্নিতকরণে গঠনমূলক ভূমিকা রাখার আহ্বান জানান। সভায় সাংবাদিকরা জেলার সড়ক নিরাপত্তাহীনতা, ট্রাফিক সমস্যা, চোরাচালান, সাইবার অপরাধ, মাদক পরিস্থিতি সহ বিভিন্ন বিষয় তুলে ধরেন এবং জেলা পুলিশকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। এসময় পুলিশ প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তা, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী, ভারপ্রাপ্ত সভাপতি মোঃ লুৎফর রহমান মিঠু সহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ায় কর্মরত সকল সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
বিভাগ

Top Post Ad

Hollywood Movies