খানসামা (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের খানসামা উপজেলায় জাতীয় পার্টি (জাপা)-এর উদ্যোগে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৬ ডিসেম্বর) বিকেলে উপজেলার পাকেরহাট হাওলাদার চাতালে এ কর্মী সমাবেশ হয়।
উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক আলিম হাওলাদারের সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম পাটোয়ারীর সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান ও জেলা জাতীয় পার্টির আহ্বায়ক আহমেদ শফী রুবেল এবং প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব ও জেলা জাতীয় পার্টির সদস্য সচিব অ্যাডভোকেট জুলফিকার হোসেন।
এদিকে, উপজেলা জাতীয় পার্টি (জাপা) আয়োজিত এ কর্মী সমাবেশের প্রতিবাদে শনিবার (৬ ডিসেম্বর) সকালে পাকেরহাটে বিক্ষুব্ধ ছাত্রদের একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
কর্মসূচিকে কেন্দ্র করে পাকেরহাট শাপলা চত্বরে থানা পুলিশ সতর্ক অবস্থানে ছিল।
