খালেক পারভেজ লালু, উলিপুর( কুড়িগ্রাম) প্রতিনিধি : উলিপুর মরিয়ম চক্ষু হাসপাতালে হুইলচেয়ার ওসাদাছড়ি বিতরণ করা হয়। বুধবার (৪ ডিসেম্বর )বিকালে মরিয়ম চক্ষু হাসপাতালে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
হুইলচেয়ার বিতরণ করেন ২৭ কুড়িগ্রাম ৩ উলিপুর আসনের বিএনপির মনোনীত প্রার্থী এবং বেগম খালেদা জিয়ার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা পরিষদের সদস্য
তাসভীর উল ইসলামের সহধর্মিণী ।
ডাঃ রেয়ান আনিস
ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট
ইউনাইটেড হসপিটাল, ঢাকা। কাসেম ফাউন্ডেশন, সভাপতি ডা. সুদীপ কুমার বোস, ডিরেক্টর, আলেকজান মেটারনিটি এন্ড চাইল্ড ওয়েলফেয়ার সেন্টার মাতৃমঙ্গল বলেন প্রতিবন্ধী বন্ধুদের মুখে হাসি ফোটাতে ও তাদের পাশে দাঁড়াতে এই আন্তরিক উদ্যোগ সত্যিই অনুপ্রেরণাদায়ক।এ সময় উপস্থিত ছিলেন ডা. মোঃ শামীম শাহ, মরিয়ম চক্ষু হাসপাতাল
প্রমুখ।
