Type Here to Get Search Results !

বদরগঞ্জে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবীতে কর্মবিরতি

বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের বদরগঞ্জে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবীতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি শুরু হয়েছে। বুধবার(৩ডিসেম্বর) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওই কর্মবিরতি পালন করেন মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা। এসময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এক সমাবেশে বক্তব্য রাখেন ফার্মাসিস্ট রায়হানুল ইসলাম, জামিলুর রহমান, প্যাথলজিস্ট জুবাইদুন্নবী, আবু বক্কর সিদ্দিক প্রমুখ। বক্তারা বলেন, চিকিৎসক ও নার্সদের পাশাপাশি মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। কিন্তু এ পেশায় কর্মরতরা নানা সমস্যায় জর্জরিত হলে তা’ সংস্কারের উদ্যোগ নেয়া হয়নি। বরং এ পেশায় কর্মরতরা বছরের পর বছর অবহেলিত অবস্থায় রয়েছেন। অথচ ডিপ্লোমা কৃষিবিদ, ডিপ্লোমা নার্স ও ডিপ্লোমা প্রকৌশলীরা ১০ম গ্রেডে উন্নীত হলেও মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা আগের অবস্থানেই রয়েছেন। একারণে বৃহস্পতিবার(৪ডিসেম্বর) কমপ্লিট শাট ডাউনের ঘোষণা দেয়া হয়েছে। এতে কাজ নাহলে কঠোর আন্দোলনের ঘোষণা দেয়া হবে। এদিকে নিয়োগ বিধি বাস্তবায়নের দাবী পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিবার কল্যাণ সহকারী, পরিবার পরিকল্পনা পরিদর্শক ও পরিবার কল্যাণ পরিদর্শিকারা ধারাবাহিকভাবে কর্মবিরতি পালন করে আসছেন। এরই অংশ হিসেবে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে বুধবারও কর্মবিরতি পালিত হয়। এসময় বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনা ফরিদর্শক মনিরা সুলতানা, পরিবার কল্যাণ সহকারী মেজবাহুল হক, পরিবার পরিকল্পনা উপপরিদর্শক রেনুকা খাতুন প্রমুখ।
বিভাগ

Top Post Ad

Hollywood Movies