খালেক পারভেজ লালু, উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি : বাতাসে বইছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের হাওয়া। ২৭ কুড়িগ্রাম ৩ উলিপুর আসনের বিএনপির মনোনীত প্রার্থী এবং বেগম খালেদা জিয়ার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা পরিষদের সদস্য
তাসভীর উল ইসলামের
প্রচার-প্রচারণায় ব্যস্ত নেতা-কর্মীরা।
মঙ্গলবার (২ ডিসেম্বর) বিকালে বজরা ইউনিয়নের কালপানি বজরা মহিলা দলের আয়োজনে মহিলাদের খুলি বৈঠকে
নেতা-কর্মীদের নিয়ে ধানের শীষের প্রচার-প্রচারণা করেন।
ডাঃ রেয়ান আনিস
ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট
ইউনাইটেড হসপিটাল, ঢাকা
ও২৭ কুড়িগ্রাম ৩ উলিপুর
আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী তাসভীর উল ইসলাম এর সহধর্মিণী।
ভোটারদের কাছে ভোট চাওয়ার সময় বলেন আমার স্বামী
তাসভীর উল ইসলাম, একজন শিক্ষিত এবং জনদরদী মানুষ।
তার চোখে আমি দেখেছি আপনাদের জন্য কিছু করার আকাঙ্খা। আপনারা ভোট দেওয়ার মাধ্যমে তাকে আপনাদের জন্য কিছু করার সুযোগ করে দেবেন এবং দোয়া করবেন"।এসময় তার সাথে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব হায়দার আলী মিঞা,
ওবায়দুর রহমান বুলবুল
যুগ্ম-আহ্বায়ক উলিপুর উপজেলা বিএনপি।
আব্দুর রশিদ সরকার, যুগ্ম-আহ্বায়ক উপজেলা বিএনপি, উলিপুর।
এরশাদুল হাবিব নয়ন
যুগ্ম-আহ্বায়ক উপজেলা বিএনপি, উলিপুর।
তৌফিকুর রহমান লাভলু
আহ্বায়ক, উপজেলা যুবদল উলিপুর।
রীনা বেগম সভানেত্রী উপজেলা মহিলাদল উলিপুর,রশিদা বেগম লতা সাধারণ সম্পাদক পৌর মহিলাদল।ঐ ইউনিয়নের
আইজল হক (৭২) ভোটার জানান,
"সত্য কথা বলতে, আমাদের এলাকার উন্নয়নের জন্য তাসভীর উল ইসলামের কোন বিকল্প নেই। আমরা সপরিবারে অনেক আগে থেকেই ঠিক করে রেখেছি আমরা ভোট দিলে, আমাদের তাসভীর উল ইসলাম,ভাইয়ের ধানের শীষেই ভোট দিব"।
