ডিমলা (নীলফামারী) প্রতিনিধি: সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ভাগ্নে
নীলফামারী-১ (ডোমার-ডিমলা)আসনের সাবেক সংসদ সদস্য ও নীলফামারী
জেলা বিএনপির সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী
তুহিনকে নীলফামারী-১ আসনে পুনর্বিবেচনা করে বিএনপির ধানের শীষ
প্রতীকে মনোনয়ন দেয়ার দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন উপজেলা
বিএনপির সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীরাসহ ডোমার ডিমলার সর্বস্তরের
জনগণ।
শনিবার সকাল ১১টায় উপজেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে একটি
বিক্ষোভ মিছিল বেড় হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্মৃতি
অম্লান চত্ত্বরে এসে আলোচনা সভায় করে ঘন্টাব্যাপি সড়ক অবরোধ করে
সেখানে আগুনের কুন্ডলী জ্বালিয়ে দাবী আদায়ের প্রতিবাদ করেন।
এ সময় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক উপদেষ্টা আলহাজ্ব রইসূল ইসলাম
চৌধুরী, সদস্য অধ্যাপিকা সেতরা সুলতানা, ডিমলা উপজেলা বিএপি’র
সাবেক সভাপতি অধ্যক্ষ মনোয়ার হোসেন, সাবেক সহ-সভাপতি আরিফ উল
ইসলাম লিটন, সাবেক সাধারন সম্পাদক বদিউজ্জামান রানা, সাবেক
সাংগঠনিক সম্পাদক গোলাম রব্বানী প্রধান, উপজেলা সদর বিএনপি’র
সভাপতি ডিআর জাহাঙ্গীর আলম, সাধারন সম্পাদক আব্দুল মজিদ, উপজেলা
যুবদলের আহবায়ক সহিদুল ইসলাম, সদস্য সচিব আশিক উল ইসলাম লেমন,
স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মিজানুর রহমান সবুজ, সদস্য সচিব
আলমগীর হোসেন, সদর ইউনিয়ন যুবদলের আহবায়ক সোহাগ খান লোহানী,
উপজেলা কৃষকদলের আহবায়ক নুর আলম, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব
হালিমুল হোসেন রাসেল, জেলা ছাত্রদলের সদস্য সেলিম ইসলাম সাগর সহ
জেলা,উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, বিএনপির নেতা-কর্মীরা ১৭ বছর ধরে দুঃশাসনের বিরুদ্ধে লড়াই
সংগ্রাম করে তাদের আদর্শে অবিচল রয়েছে। নীলফামারী-১ আসনে
ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিনকে পুনর্বিবেচনা করে
বিএনপির ধানের শীষ প্রতীকে মনোনয়ন না দিলে বৃহত্তর আন্দোলন গড়ে
তোলার হুশিয়ারি দেন তারা।
উল্লেখ্য নীলফামারী-১(ডোমার-ডিমলা)আসনটিতে দির্ঘদিনের পরিক্ষিত
সৈনিক, সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী
তুহিনকে মনোনয়ন না দিয়ে জোটের প্রার্থীকে মনোনয় দেয়ার ঘোষনায়
পুরো নীলফামারী জেলায় প্রতিদিন দফায় দফায় প্রিয় নেতার মনোনয়ন
পুনর্বিবেচনার দাবীতে নেতা কর্মিসহ সাধারন জনগণ আন্দোলন অব্যাহত
রেখেছে। এবং দাবী আদায় না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবে বলে
ঘোষনা দেন।
