পঞ্চগড় ব্যুরো : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বি.এন.পির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৫ ডিস্মেবর (বৃহস্পতিবার) বাংলাদেশে আসছেন। তার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষ্যে পঞ্চগড়ের বোদায় উপজেলা, পৌর বি.এন.পি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে মঙ্গলবার বিকালে তাকে স্বাগত জানিয়ে বোদায় আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বোদা ধানহাটি মাঠে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা বি.এন.পির সভাপতি অধ্যাপক আব্দুল মান্নান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে উপজেলা বি.এন.পির সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আসাদ, পৌর বি.এন.পির সভাপতি আব্দুস সামাদ তারা, সাধারণ সম্পাদক দিলরেজা ফেরদৌস চিন্ময়, সাংগঠনিক সম্পাদক রায়হানুল আলম প্রধান রিয়েল, দেলোয়ার হোসেন, পৌর বি.এন.পির সাংগঠনিক সম্পাদক আরিফুল রহমান আরিফ, আব্দুল্লাহ আল মারুফ অনু, উপজেলা যুব দলের আহ্বায়ক এলাহী কুদরত ই আমিন সাগর, সদস্য সচিব সোহেল রানা, বি.এন.পি নেতা আবুল কালাম আজাদ ও শাহজাহান সিরাজ বক্তব্য রাখেন। পরে সেখান থেকে একটি আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলা শহরে বিভিন্ন সড়ক পদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। এদিকে তারেক রহমানকে স্বাগত জানাতে পঞ্চগড় থেকে ৪-৫ হাজার বি.এন.পি নেতাকর্মী ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন বলে বি.এন.পির একটি সূত্র জানিয়েছে। পঞ্চগড় জেলার বি.এন.পির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু জানান , তারেক জিয়াকে স্বাগত জানাতে বি.এন.পির নেতাকর্মীদের ঢাকা যেতে একটি স্পেশাল ট্রেনের ৪টি বগি বরাদ্দ দিয়েছে রেল বিভাগ। এছাড়াও পঞ্চগড় জেলা থেকে ৪টি বাস ও ১০০টি মাইক্রো বাসে করে পঞ্চগড় জেলা থেকে ৪-৫ হাজার বি.এন.পি নেতাকর্মী ঢাকায় গিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বি.এন.পির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে স্বাগত জানানো হবে।
