Type Here to Get Search Results !

পঞ্চগড়ে সেনাবাহিনীর শীতবস্ত্র কম্বল পেল শীতার্ত মানুষজন

নজরুল ইসলাম, বোদা (পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ের সদর উপজেলায় ৬০ জন অসহায়, দরিদ্র, সুবিধাবঞ্চিত শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। রবিবার দুপুরে বাংলাদেশ সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশন ও রংপুর এরিয়ার আয়োজনে উপজেলার দ্বারিকামারী - ৩ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অসহায়, দরিদ্র, সুবিধাবঞ্চিত শীতার্ত মানুষজনের হাতে এসব শীতবস্ত্র তুলে দেন সৈয়দপুর সেনানিবাসের ২৯ বীর ব্যাটালিয়নের মেজর ও পঞ্চগড় সেনাক্যাম্পের কমান্ডার মেজর আদনান মোর্শেদ আল হক। এসময় সেনাবাহিনীর অন্যান্য কর্মকর্তা, সদস্য, পঞ্চগড় সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল ইমরান, ইউপি সদস্যবৃন্দ সহ স্থানীয়রা উপস্থিত ছিলেন। সৈয়দপুর সেনানিবাসের ২৯ বীর ব্যাটালিয়নের মেজর ও পঞ্চগড় সেনাক্যাম্পের কমান্ডার মেজর আদনান মোর্শেদ আল হক বলেন, প্রতিবছরের ন্যায় এবারো এসব শীতবস্ত্র দেয়া হচ্ছে। যেহেতু পঞ্চগড় একটি শীতপ্রবণ জেলা। আপনাদের যেন একটু কষ্ট লাঘব হয় সেজন্য আমাদের এই ছোট্ট উপহার। পর্যায়ক্রমে শীতার্তদের কষ্ট লাঘবে আরো শীতবস্ত্র বিতরণের চেষ্টা করবো আমরা।
বিভাগ

Top Post Ad

Hollywood Movies