খালেক পারভেজ লালু, উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের উলিপুরে এনসিপি মনোনীত কুড়িগ্রাম-৩ আসনের এমপি প্রার্থী ইঞ্জিনিয়ার আবু সাঈদ (জনী) সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন। শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে উপজেলা এনসিপির আয়োজনে পৌরশহরের খেয়ারপাড় এলাকায় আনছারি আইটি হলরুমে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় তিনি বলেন, নির্বাচনে আমি জয়লাভ করি বা না করি উলিপুরের মানুষের পাশে থাকব। এই এলাকার নদী ভাঙ্গন, দারিদ্র্যতা, বেকারত্ব দূরিকরণে কাজ চালিয়ে যাব। এসময় তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে আরও বলেন, আগামী নির্বাচন হবে খুবই চ্যালেঞ্জিং। আপনারা সবাই উলিপুরের উন্নয়নের জন্য যে কোন পরামর্শ প্রদান করলে তা সাদরে গ্রহণ করা হবে। এসময় তিনি সকলের সহযোগিতা চান। মত বিনিময় সভায় এনসিপি কুড়িগ্রাম জেলা সাংগঠনিক সম্পাদক নেছার উদ্দিন আহমেদ, উলিপুর উপজেলা যুগ্ন সমন্বয়ক শাখাওয়াত হোসেন সহ উলিপুরের কর্মরত সকল সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
