খানসামা (দিনাজপুর) প্রতিনিধি : “জীবন বাঁচানোর প্রত্যয়ে, আমরা একসাথে” এই স্লোগানকে ধারণ করে দিনাজপুরের খানসামা উপজেলায় স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন রক্তরেখা ব্লাড ব্যাংক পবিত্র কুরআন মাজিদ বিতরণ কর্মসূচি–২০২৫ পালন করেছে। কর্মসূচির অংশ হিসেবে উপজেলার বিভিন্ন হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানায় ২৩৯ কপি পবিত্র কুরআন মাজিদ বিতরণ করা হয়।
বুধবার (১০ ডিসেম্বর) দিনব্যাপী স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন রক্তরেখা ব্লাড ব্যাংকের আয়োজনে এ কর্মসূচিতে সহযোগিতা করে বাংলাদেশ স্বেচ্ছাসেবী সমাজ কল্যাণ পরিষদ। মানবতার সেবা, ধর্মীয় শিক্ষা বিস্তার ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে রক্তরেখার উদ্যোগ স্থানীয়ভাবে প্রশংসা কুড়িয়েছে।
বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন রক্তরেখা ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা ও পরিচালক সুজন চন্দ্র রায়, সহ-সভাপতি মো. আরিফ হোসেন, উপজেলা শাখার সভাপতি মো. রকি হাসান, সদস্য মো. লালচাঁন বাদশা ও মো. বক্কর ইসলাম, খানসামা বাইকার্স ক্লাবের প্রতিষ্ঠাতা ও পরিচালক মো. রেজাউল করিম বাদল, বাংলাদেশ স্বেচ্ছাসেবী সমাজ কল্যাণ পরিষদের সাবেক কেন্দ্রীয় সভাপতি মো. ওমর ফারুক এবং জাগরণ ব্লাড ব্যাংক অ্যান্ড ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও পরিচালক নাঈম ইসলাম।
রক্তরেখা ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা ও পরিচালক সুজন চন্দ্র রায় বলেন, “যুব সমাজকে মানবিক কাজে সম্পৃক্ত করতে এবং সমাজে ইতিবাচক মূল্যবোধ, ধর্মীয় ও নৈতিক শিক্ষা ছড়িয়ে দিতে এই ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতেও মানবিক ও কল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখতে সবার সহযোগিতা প্রয়োজন।”
