Type Here to Get Search Results !

দিনাজপুরে সমাবেশে সাবেক ভিপি নুরুল হক নুর

আমিনুল ইসলাম, কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি : ডাকসুর সাবেক ভিপি ও গণধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, আগামীতে যে দলই সরকারে আসুক না কেন, তারা যেন পিছিয়ে পড়া উত্তরবঙ্গ কে এগিয়ে নিয়ে যান । সেতাবগঞ্জের বন্ধ চিনি কলকে পুনরায় চালুর দাবি জানান ভিপি নূর । নতুন বাংলাদেশ বি নির্মাণে তার প্রচেষ্টা অব্যাহত থাকবে, এবং বেকারত্ব দূরীকরণে এবং তাদের কর্ম সংস্থানের চেষ্টা অব্যাহত থাকবে বলে তিনি জানিয়েছেন। তিনি তার বক্তব্যে আরও বলেছেন, তার দল মানুষের অধিকার আদায়ের জন্য সর্বদাই আন্দোলন সংগ্রাম চালিয়ে থাকে। আগামীতেও অবহেলিত মানুষের অধিকারে আদায়ে গণধিকার পরিষদ তাদের সংগ্রাম অব্যাহত রাকবে। আগামীর নতুন বাংলাদেশ বি নির্মাণে তরুণদের গণ অধিকার পরিষদে যুক্ত হওয়ার আহ্ববান জানান। নুর আরও বলেন, গণধিকার পরিষদ সব সময় বিরোধীদের জুলুম-নির্যাতনের শিকার হয়ে রাজনীতি করছে, ইনশাআল্লাহ আগামী দিনে গনঅধিকার পরিষদ দেশের মাটিতে মাথা উঁচু করে রাজনীতি করবে সমাবেশে তিনি জানিয়েছেন । ৮ নভেম্বর শনিবার বিকেল ৪ টায় দিনাজপুর জেলা গণঅধিকার পরিষদের আয়োজনে দিনাজপুর ইনস্টিটিউট প্রাঙ্গনে এক গনসমাবেশে তিনি তার বক্তব্যে এ কথা বলেন। দিনাজপুর জেলা গণঅধিকার পরিষদের সভাপতি শফিকুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কমিটির উচ্চতর পরিষদের সদস্য কৃষিবিদ শহিদুল ইসলাম ফাহিম, কেন্দ্রীয় কমিটির উচ্চতর পরিষদের সদস্য হানিফ খান সজিব, কেন্দ্রিয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাসুদ মোন্নাফ, কেন্দ্রীয় কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক সোহাগ হোসেন, গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য কামাল হোসেন , কেন্দ্রীয় কমিটির সদস্য শাহজাহান চৌধুরী, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মামুনুর রশিদ মামুন। দিনাজপুর জেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোঃ গোলাম আযম সহ দিনাজপুর জেলা কমিটির অনেকই বক্তব্য রাখেন।
বিভাগ

Top Post Ad

Hollywood Movies