আমিনুল ইসলাম, কাহারোল (দিনাজপুর) : দিনাজপুরের কাহারোলে জাতীয় বিপ্লব সংহতি দিবস পালিত হয়েছে।দিবসটি পালনে গতকাল ৭ নভেম্বর শুক্রবার কাহারোল উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপি র্যালী ও সমাবেশোর আয়োজন করে । এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর ১ আসনে দলীয় মনোনীত প্রার্থী পীরগঞ্জ উপজেলা বিএনপি'র সভাপতি মনজুরুল ইসলাম, বিকেল সারে তিনটায় দিকে বিএনপি'র দলীয় কার্যালয় হতে দলটি একটি বর্ণাঢ্য র্যালী বের করে। র্যালীটি কাহারোল উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক গুলি দক্ষিণ করে। র্যালী শেষে এক সমাবেসের আয়োজন করা হয় । দিনাজপুর জেলা বিএনপি যুগ্ম সম্পাদক ও কাহারোল উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা বাদশার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা বিএনপি'র কৃষি বিষয়ক সম্পাদক ও কাহারোল উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক প্রভাষক শামীম ইসলাম । সমাবেশে আরো বক্তব্য রাখেন, কাহারোল উপজেলা মহিলা দলের সভানেত্রী শামীমা পারভীন, কাহারোল উপজেলা যুবদলের আহ্বায়ক সাদেক হোসেন, যুবদলের যুগ্ন আহ্বায়ক আবুল হোসেন রাজা, কাহারোল উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক ও কাহারোল উপজেলা বিএনপি'র ছাত্র বিষয়ক সম্পাদ জুয়েল রানা, কাহারোল উপজেলা বিএনপি'র দপ্তর সম্পাদক মতিউর রহমান সহ উপজেলা বিএনপি'র সহযোগী সংগঠনের অনেকেই বক্তব্য রাখেন।
