দিনাজপুরের কাহারোলে মাস ব্যাপী রাস মেলা শুরু
11/04/2025 11:15:00 PM
আমিনুল ইসলাম, কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি :
আজ ৫ নভেম্বর ২০২৫ দিনাজপুরের কাহারোলে ঐতিহাসিক শ্রীশ্রী কান্তজিউ মন্দির প্রাঙ্গণ মাসাব্যাপী রাস মেলা শুরু ।
এরই মধ্যে মাশব্যাপী রাস মেলার জন্য সকল প্রকার প্রস্তুতি গ্রহণ করেছে মেলা কমিটির কতৃপক্ষ । ঐতিহাসিকদের মতেমন্দির নির্মাণের প্রায় সাড়ে তিনশো বছর পুরাতন এই ঐতিহাসিক মন্দির প্রাঙ্গণে প্রতিবছর মাশব্যাপী রাস মেলা অনুষ্ঠিত হয়। আজ বিকাল ৩ টায় মেলাটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে। এরই মধ্যে দেশের বিভিন্ন জেলা হতে সনাতন ধর্মাবলম্বীরা মেলার মন্দির প্রাঙ্গণে অবস্থান নিয়েছে।
বিভাগ