এস.এম.রকি, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের খানসামা উপজেলায় বেকার যুব ও যুব মহিলাদের দক্ষতা উন্নয়নে ৭ দিনব্যাপী অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ কোর্সের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ কমপ্লেক্স হলরুমে যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে এ কোর্সের উদ্বোধন অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জমিল উদ্দিন মন্ডল, উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা আনোয়ার হোসেন ও প্রশিক্ষণার্থীগণ।
এই অপ্রাতিষ্ঠানিক কোর্সের আওতায় ৫ টি ব্যাচে ১৫০ জন প্রশিক্ষণার্থী মৎস্য চাষ, গবাদিপশু পালন, হাঁস-মুরগি পালন বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ গ্রহণ করবেন।
কর্মসংস্থান সৃষ্টি ও স্বনির্ভরতা বৃদ্ধিতে এ ধরনের উদ্যোগ ভূমিকা রাখবে বলে জানিয়েছেন যুব উন্নয়ন অধিদপ্তর।
