চিলাহাটি ওয়েব ডেস্ক : ভাসানী নজরুল পাঠাগার এর উদ্যোগে ভাসানী নজরুল ছাত্র ব্রিগেড এর সার্বিক সহযোগিতায় " তরুণ চিন্তার খোঁজে, শৈশব কৈশোর ও তারুণ্যের জয়গান -২৫" আজ চিলাহাটি মার্চেন্টস উচ্চ বিদ্যালয় থেকে প্রতিযোগিতার প্রাথমিক ধাপের উদ্বোধন এর মধ্য দিয়ে যাত্রা শুরু করলো। প্রতিষ্ঠানের বাছাইকৃত ৫৭ জন প্রতিযোগীকে পরবর্তী ধাপের জন্য প্রাথমিক মনোনয়ন দেয়া হয়।আয়োজনে মিডিয়া পার্টনার হিসেবে ছিলেন চিলাহাটি ওয়েব ডটকম। সেই সাথে ভাসানী নজরুল ছাত্র ব্রিগেড এর প্রধান তত্ত্বাবধায়ক আকারে এবং ভাসানী নজরুল পাঠাগার এর যুগ্ম প্রধান সমন্বয়ক মনোনীত করা হয় ছাত্রবান্ধব শিক্ষক মমতাজ বেগমকে।
প্রতিযোগিতার প্রাথমিক পর্ব শেষে, ছাত্র ব্রিগেড গঠন শীর্ষক মত বিনিময় ছাড়াও আগামী উপজেলা ব্যাপি এই কর্মসূচি এগিয়ে নেয়ার ব্যাপারে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। গুরুত্বপূর্ণ এই আলোচনায় ভাসানী নজরুল পাঠাগারের প্রধান সমন্বয়ক প্রত্যয়ী মিজান অংশগ্রহণকারী সবাইকে শুভেচ্ছা জানান সেই সাথে ছাত্র ব্রিগেডের নিয়ম-কানুন এবং শৃঙ্খলা বিষয়ে আলোকপাত করেন।
উক্ত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত পাঠাগারের সংগঠক শাহাজাহান, বাধন, আরও উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক আনোয়ারুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক, ক্রীড়া শিক্ষক ছাড়াও অন্যান্য শিক্ষকবৃন্দ।
যে পথে গড়ে উঠে আগামী: শুরু হলো তরুণ চিন্তার জয়গান
11/15/2025 11:34:00 PM
বিভাগ
