Type Here to Get Search Results !

পীরগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

শেখ সমশের আলী, পীরগঞ্জ, ঠাকুরগাঁও, প্রতিনিধি : বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় পীরগঞ্জ উপজেলা পরিষদ সভা কক্ষে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়। পাশাপাশি সন্ত্রাস ও নাসকতা প্রতিরোধ, চোরা চালান প্রতিরোধ ও উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। ২/১টি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া পীরগঞ্জ উপজেলার আইন শৃঙ্খলার সার্বিক পরিস্থিতি যথেষ্ট ভাল রয়েছে বলে কমিটির সংশ্লিষ্টরা জানায়। এছাড়া বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী আইন শৃঙ্খলার পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন সহ সব শ্রেণির প্রশাসন তৎপর রয়েছে। ওই সময় দিক নির্দেশনা ও পরামর্শ মূলক বক্তব্য দেন কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রকিবুল হাসান, থানা অফিসার ইনচার্জ (ওসি) তাজুল ইসলাম, স্বাস্থ্য কমপ্লেক্স ভারপ্রাপ্ত কর্মকর্তা ডাঃ কামাল আহম্মেদ, ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান, মোস্তফা আলম, মোখলেসুর রহমান চৌধুরী, পীরগঞ্জ প্রেসক্লাব সভাপতি জয়নাল আবেদীন বাবুল, উপজেলা প্রেসক্লাব সভাপতি ও দৈনিক জনকন্ঠ পত্রিকার পীরগঞ্জ প্রতিনিধি মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল আলিম, দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক মোকাদ্দেস হায়াত মিলন সহ সংশ্লিষ্টরা।
বিভাগ

Top Post Ad

Hollywood Movies