নজরুল ইসলাম, বোদা (পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ের বোদায় কমরেড মোহাম্মদ ফরহাদ কমিউনিটি মা ও শিশু স্বাস্থ্য কেন্দ্রের আয়োজনে এবং ঠাকুরগাঁও ডায়াবেটিক ও স্বাস্থ্যসেবা হাসপাতালের সহযোগিতায় দিনব্যাপী চক্ষু ক্যাম্প সোমবার অনুষ্ঠিত হয়েছে ।
অনুষ্ঠিত চক্ষু ক্যাম্পে ঠাকুরগাঁও ডায়াবেটিক ও স্বাস্থ্যসেবা হাসপাতালে চিকিৎসক টিমের সহযোগিতায় রোগীদের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা ও ডায়াবেটিক পরীক্ষা করা হয় ।
ঠাকুরগাঁও ডায়াবেটিক ও
স্বাস্থ্যসেবা হাসপাতাল হতে এ ক্যাম্পের সার্বিক দায়িত্ব পরিচালনা করেন মোঃ আজাদ আলী।
উক্ত ক্যাম্পে চক্ষু রোগী দেখেন, ডা. মোঃ রফিকুল ইসলাম এমবিবিএস সিসিডি (বারডেম) পিজিটি (চক্ষু) মেডিকেল অফিসার (চক্ষু বিভাগ) ঠাকুরগাঁও ডায়াবেটিক ও
স্বাস্থ্যসেবা হাসপাতাল।
চক্ষু ক্যাম্পের আয়োজকের পক্ষ থেকে সার্বিক বিষয় পরিচালনা করেন মো: মালেকা বেগম,
কমরেড মোহাম্মদ ফরহাদ হোসেন মা ও শিশু স্বাস্থ্য কেন্দ্র, মো: শিহাবুল ইসলাম শিহাব , উপসহকারী মেডিকেল অফিসার, কমরেড মোহাম্মদ ফরহাদ মা ও শিশু স্বাস্থ্য কেন্দ্র।
এছাড়াও ক্যাম্পে স্বেচ্ছা সেবকের দায়িত্ব পালন করেন, মোঃ জাহিদ হাসান, ফাহিম ইসলাম, শিমু আক্তার, তিশা আক্তার ও ক্যামেলিয়া আক্তার।
উক্ত ক্যাম্পের মোট রোগীর সংখ্যা ছিল প্রায় ২০০ জন এবং চোখে সানি পড়া রোগের সংখ্যা ৫০ জন। উক্ত চোখে সানি পড়া রোগীদের ঠাকুরগাঁও ডায়াবেটিক ও
স্বাস্থ্যসেবা হাসপাতালে নিয়ে গিয়ে বিনামূল্যে চক্ষু অপারেশন করে নতুন লেন্স সংযোজন করা হবে।