খালেক পারভেজ লালু, উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের উলিপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে বিশ্ব শিক্ষক দিবস ২০২৫। রবিবার (৫ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা।
উপজেলা পর্যায়ে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন কমিটির আয়োজনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নয়ন কুমার সাহা।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবু সাঈদ আব্দুল ওয়াহিদ।
আলোচনা সভায় বক্তারা বলেন, “শিক্ষক সমাজ একটি জাতির বিবেক ও ভবিষ্যৎ নির্মাতা। শিক্ষার গুণগত মান উন্নয়নে শিক্ষকদের অবদান অপরিসীম। শিক্ষকদের মর্যাদা রক্ষা ও তাদের যথাযথ মূল্যায়ন নিশ্চিত করা সময়ের দাবি।”
এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নার্গিস ফাতেমা তোকদার, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষকসহ শতাধিক শিক্ষক-শিক্ষিকা।
বক্তারা আরও বলেন, “বর্তমান প্রজন্মকে সুশিক্ষায় গড়ে তুলতে শিক্ষক সমাজের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। শিক্ষকরা শুধু পাঠদানের মাধ্যমেই নয়, মূল্যবোধ ও মানবিকতার চেতনা ছড়িয়ে দিয়ে সমাজকে আলোকিত করেন।”
উল্লেখ্য, প্রতিবছরের মতো এবারও সারা বিশ্বের ন্যায় বাংলাদেশেও ‘শিক্ষকতা : শান্তি, সমৃদ্ধি ও টেকসই উন্নয়নের ভিত্তি’—এই প্রতিপাদ্য নিয়ে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন করা হচ্ছে।