খালেক পারভেজ লালু, উলিপুর(কুড়িগ্রাম)প্রতিনিধি : উলিপুরে মিউচুয়াল ট্রাষ্ট ব্যাংক পি এল সি , উলিপুর শাখার আয়োজনে ব্যাংকের ২৬ তম প্রতিষ্টা বার্ষিকী পালিত হয়েছে। কেক কেটে প্রতিষ্টা বাষির্কীর মুল পর্ব শুরু হয়। পরে গ্রাহক সচেতনতা মুলক আলোচনা সভা অনুষ্টিত হয়।
২৬ অক্টোম্বর রবিবার সন্ধ্যায় ব্যাংক ভবনে আয়োজিত আলোচনা সভায় শাখা ব্যবস্থাপক পলাশ চন্দ্র মন্ডল এর সভাপতিত্বে বক্তব্য রাখেন গ্রাহক ও সমকাল পত্রিকার সিনিয়র সাংবাদিক মোন্নাফ আলী, ব্যবসায়ী নুর আলম সিদ্দিকী, বিশিষ্ট সংগীত শিল্পী ও সাতদরগাহ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মিজানুর রহমান,
সাতদরগাহ সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারি শিক্ষিকা রুপালী বেগম, ,ব্যবসায়ী রতন চন্দ্র ও সাংবাদিক মন্জুরুল হান্নান,মিউচুয়াল ট্রাষ্ট ব্যাংকের সিনিয়র অফিসার রাকিবুল ইসলাম রাসেল, ও আরমান হোসেন
প্রমুখ। অনুষ্টানটি উপস্থাপনায় ছিলেন ডিপুটি ব্যবস্থাপক মো. রাজিব হোসেন। অনুষ্টানে গ্রাহক, ব্যবসায়ী, শিক্ষক, ও সুধীজন উপস্থিত ছিলেন।
গ্রাহকরা ব্যাংকের সেবায় সন্তুটি প্রকাশ করে,আরো সেবা বৃদ্ধির আহবান জানান। শাখা ব্যবস্থাপক পলাশ চন্দ্র মন্ডল গ্রাহক সেবা বৃদ্ধির বিভিন্ন কৌশল নিয়ে কাজ চলছে বলে গ্রাহকদের আশস্থ করেন।
