Type Here to Get Search Results !

বিরামপুর সেটেলমেন্ট অফিসে দুদকের অভিযান

ইব্রাহীম মিঞা, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের বিরামপুর উপজেলার সেটেলমেন্ট অফিসে মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে দিনাজপুর দুর্নীতি দমন কমিশন (দুদক) অভিযান চালায়। বিভিন্ন বিষয়ে দুর্নীতির অভিযোগের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। দিনাজপুর দুদকের সহকারী পরিচালক খায়রুল বাশারের নেতৃত্বে অভিযানে উপস্থিত ছিলেন উপসহকারী পরিচালক আবুল কালাম আজাদ ও আবু তালেব। অভিযানে দুদক দেখতে পায়, দালালরা সেটেলমেন্ট অফিসের কর্মচারীর পরিচয়ে লোকজনের কাছ থেকে অর্থ নিয়ে কার্যক্রম সম্পন্ন করছে। অভিযোগের সত্যতা পেয়ে দুদক জানায়— রেকর্ড সরবরাহের নামে প্রতি সেবা গ্রহণকারীর কাছ থেকে মোট ৩০০ টাকা নেওয়া হয়।ওই অর্থের একটি অংশ সাবেক ড্রাফটসম্যান সাইদুলের কাছে পৌঁছায় বলেও দুদককে জানানো হয়। এছাড়া সরকারি ১৮ একর জমি ব্যক্তি মালিকানায় রেকর্ড করে দেওয়ার অভিযোগ খতিয়ে দেখতে গিয়ে দুদক কয়েকটি দাগে অনিয়মের প্রমাণ পায়। বিষয়টি ‘বড় ধরনের গরমিল’ বলে উল্লেখ করে দুদক জানায়, সবকিছু যাচাই–বাছাই শেষে কমিশনের কাছে প্রতিবেদন উপস্থাপন করা হবে এবং প্রতিবেদনের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিভাগ

Top Post Ad

Hollywood Movies