Type Here to Get Search Results !

দৃষ্টিদান সংস্থার উদ্যোগে সৎকার্যের জন্য অনুদান প্রদান ঋণ মওকুফ

নজরুল ইসলাম, বোদা (পঞ্চগড়) প্রতিনিধি : দৃষ্টিদান সংস্থার আটোয়ারী শাখার করেয়া পাড়া গ্রামের গোমতি মহিলা বিত্তহীন সমিতির সদস্য সতিকা রানীর স্বামী মলিন বর্মন গত ১৯ অক্টোবর মৃত্যুবরণ করেন। তার সৎকার্য সম্পাদনের জন্য দৃষ্টিদান সংস্থা ঐ সদস্যের হাতে নগদে ৫০০০ টাকা অনুদান তুলে দেয়। এছাড়া সদস্যের জমাকৃত ১৬ হাজার ২০০ শত টাকা সঞ্চয় ফেরত প্রদান করা হয় এবং সংস্থা থেকে গৃহিত দেড় লক্ষ টাকা ঋণের অনাদায়ী ১,২২,২৫০ টাকা মওকুফ করা হয়। ঋণী সদস্য বা ঋনের নিশ্চয়তা প্রদানকারীর মৃত্যুতে এ ধরনের সুবিধা প্রদান করায় সদস্যের পরিবার ও গ্রামবাসী দৃষ্টিদানের ভুয়সী প্রশংসা করেছেন। মঙ্গলবার সকালে সংস্থার কোর্ডিনেটর মনোরঞ্জন রায় এবং শাখা ব্যবস্থাপক মোঃ কাজিম উদ্দীন ওই সদস্যের বাড়িতে গিয়ে অনুদান ও সঞ্চয়ের টাকা সদস্যের হাতে তুলে দেন এবং ঋণ মওকুফের কথা জানান।
বিভাগ

Top Post Ad

Hollywood Movies