আফজাল হোসেন, ফুলবাড়ী, প্রতিনিধি:
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার রাঙামাটি গ্রামে যাতায়াতের রাস্তা বন্ধ করে মিথ্যা
মামলা দিয়ে হয়রানি করছে শামসুল আলমের পরিবারকে। শামসুল আলমের লিখিত
অভিযোগে জানা যায়, গত ২১/০৮/২০২৫ইং সালে দলিল নং ৩১৩৪১৬ মূলে উপজেলার উত্তর
রঘুনাথপুর গ্রামের মৃত মোমিন উদ্দিনের পূত্র মোঃ মোজাফ্ধসঢ়;ফর রহমান (৫১) এর নিকট
থেকে মোছাঃ লায়লা বেগম ৬ শতক ও অন্য দলিল মূলে ১ শতক জমি ক্রয় করেন। উল্লেখ্য থাকে
যে, ঐ রাস্তা দিয়ে তারা যাতায়াত করতে পারবে, এতে তার কোন বাধা থাকবে না মর্মে
দলিলে অঙ্গীকার করেন। মোছাঃ লায়লা বেগম ঐ জমিতে বাড়ীঘর নির্মাণ করে। প্রতিপক্ষ
মোঃ মোজাফ্ধসঢ়;ফর রহমান তার যাতায়াতের রাস্তা বন্ধ করে দেন। গত ১০.১০.২০২৪ইং তারিখে
লায়লা বেগমের স্বামী শামসুল আলম ফুলবাড়ী থানায় তাকে মারপীট করার দায়ে লিখিত
অভিযোগ করেন। এতে দূপক্ষের মধ্যে মিমাংসা হয়। ২৪/০৩/২০২৫ইং তারিখে মোঃ
মোজাফ্ধসঢ়;ফর রহমান গংরা মারপীট করে। প্রতিপক্ষ মোঃ মোজাফ্ধসঢ়;ফর মন্ডল দিনাজপুর বিজ্ঞ
সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে বাদী হয়ে শামসুল হক ও মোছাঃ লাবলী
বেগমসহ ১১জনকে আসামী করে মিথ্যা মামলা দায়ের করেন। যাহার মামলা নং-
সিআর১৩৭/২৫, তারিখ ২০.০৪.২০২৫। পিবিআই পুলিশ কর্তৃক তদন্তে মিথ্যা বলে
প্রমাণিত হয়। একই ব্যক্তি দিনাজপুর বিজ্ঞ নির্বাহী ম্যাজিষ্ট্রেট আদালত (খ) অঞ্চল,
ফুলবাড়ী, দিনাজপুর আদালতে মোঃ হাবিবুর রহমান(৫০) ও মোঃ আব্দুল গোফ্ধসঢ়;ফার (৬০)
সহ ১৭ জনকে আসামী করে মামলা করেন মোজাফ্ধসঢ়;ফর মন্ডল গংরা। এর প্রতিবাদ করে গত
১৬ই অক্টোবর ২০২৫ইং তারিখে তার নিজ বাড়ীতে এক সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী
মোছাঃ লায়লা বেগম ও তার পরিবারের লোকজন। এই ঘটনায় মোছাঃ লায়লা বেগম
প্রশাসনের কাছে ন্যায় বিচারের দাবি জানিয়ে বলেন, আমার পরিবারকে অর্থনৈতিক
ভাবে হয়রানি করছে মোজাফ্ধসঢ়;ফর গংরা। এতে মোছাঃ লায়লা বেগম চরম দুঃশ্চিন্তায়
ভুগছেন।
