অজয় সরকার,পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি : ঢাকায় শিক্ষকদের ন্যায্য দাবির আন্দোলন চলাকালিন সময়ে শিক্ষকদের মিছিলের উপর পুলিশি হামলার প্রতিবাদে পার্বতীপুর উপজেলার হাই স্কুল, মাদরাসা, কলেজ ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীরা ঢাকা মোড় নামক স্থান থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে স্থানীয় শহীদ মিনারে গিয়ে এক সমাশে অনুষ্ঠিত হয়।
আজ রবিবার (১৯ অক্টোবর) দুপুর ১২ টায় সমাবেশে বক্তব্য রাখেন অধ্যক্ষ খাদেমুল ইসলাম নুরী, সালেহ সরকার প্রমুখ। সমাবেশে হাই স্কুল, মাদরাসা, কলেজ ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক/শিশিক্ষা ও কর্মচারীগণ বিক্ষোভে অংশগ্রহন করেন।